ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইউল্যাব শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্নতাত্ত্বিক গবেষণা কার্যক্রম

প্রকাশিত: ০৮:১২, ২৫ জানুয়ারি ২০১৭

ইউল্যাব শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্নতাত্ত্বিক গবেষণা কার্যক্রম

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্র বাংলাদেশের একমাত্র বেসরকারী বিশ্ববিদ্যালয় হিসেবে বিগত ২০০৮ সাল হতে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদফতরের অনুমোদনক্রমে পঞ্চগড়ের ভিতরগড় প্রত্নস্থলে নিয়মিত প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা কাজ পরিচালনা করে আসছে। পরবর্তীতে ২০১৩ সাল হতে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এই গবেষণা কাজ আরও নিবিড়ভাবে এগিয়ে যাচ্ছে, যার ধারাবাহিকতায় গত ১৩ জানুয়ারি ইউল্যাব অধ্যাপক ও প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ড. শাহনাজ হুসনে জাহানের নেতৃত্বে ও ইউল্যাব এর ‘জিইডি ৩২৪: এক্সপেরিয়েন্সিং দ্য পাস্ট’ কোর্সের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এই মৌসুমের খনন ও গবেষণা কাজ শুরু হয়েছে। এই মৌসুমের প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণার কাজ আগামী এপ্রিল পর্যন্ত চলবে।-বিজ্ঞপ্তি
×