ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে কারখানা ও মার্কেটে আগুন ॥ ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ০৮:১০, ২৫ জানুয়ারি ২০১৭

শ্রীপুরে কারখানা ও মার্কেটে আগুন ॥ ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুর উপজেলায় সুতা তৈরির কারখানায় মঙ্গলবার অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। আগুনে কাঁচা তুলা ও রিং মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে, প্রায় একই সময়ে উপজেলায় একটি মার্কেটে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর পুড়ে যায়। তবে দুটি অগ্নিকা-ের ঘটনায় ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ আক্তারুজ্জামান ও স্থানীয়রা জানান, উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় ইকো টেক্সটাইল এ্যান্ড কটন মিলের একতলা টিনশেড ভবনের রিং সেকশনের সিলিংয়ের উপর বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের শ্রীপুর, জয়দেবপুর, টঙ্গী ও ময়মনসিংহের ভালুকা স্টেশনের মোট সাতটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
×