ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইএস হটিয়ে পূর্ব মসুল দখল ইরাকের

প্রকাশিত: ০৬:১১, ২৫ জানুয়ারি ২০১৭

আইএস হটিয়ে পূর্ব মসুল দখল ইরাকের

মসুলের পশ্চিমাংশের জানজালি এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানিয়েছেন, পূর্ব তীর থেকে আইএসের জঙ্গীরা পশ্চিম তীরে এসে থাকার জন্য বাড়ি খোঁজা শুরু করেছেন। সরকারী বাহিনীর অভিযানের মুখে তারা পালিয়ে এসেছেন। মসুল পুনরুদ্ধারের লক্ষ্যে ১৭ অক্টোবর আইএসবিরোধী অভিযান শুরু করে ইরাকী বাহিনীগুলো। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী অভিযানে ইরাকী বাহিনীকে বিমান হামলা দিয়ে সহযোগিতা করে। সোমবার প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সঙ্গে বৈঠকের পর ইরাকী পার্লামেন্টের ডেপুটি স্পীকার শেখ হুম্মাম হামৌদি এক বিবৃতিতে পূর্ব মসুল পুনরুদ্ধার হয়েছে বলে ঘোষণা করেন। বিবৃতিতে তিনি বলেন, ‘মসুলের পূর্ব তীর সম্পূর্ণ মুক্ত করেছি আমরা, আর এটি ইরাকী জনগণের জন্য একটি উপহার।’ সূত্র : ইন্টারনেট
×