ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এনামুল হক

‘মেক আমেরিকা সিক এগেইন’

প্রকাশিত: ০৬:১১, ২৫ জানুয়ারি ২০১৭

‘মেক আমেরিকা সিক এগেইন’

মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির নেতারা সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, রিপাবলিকানদলীয় সরকার ওবামা কেয়ার বাতিল করলে তার জন্য তাদের পস্তাতে হবে। দলের ১১৫তম কংগ্রেসে বক্তব্য রাখতে গিয়ে নতুন সিনেটের সংখ্যালঘু দলের নেতা চাক শুমার তার দলের সবচেয়ে বড় আইনী সাফল্য ওবামা কেয়ার বাতিল হওয়ার মুখে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে এখন তারাই বরং সুবিধাজনক অবস্থানে আছে। কারণ যা করার এখন রিপাবলিকানদেরই করতে হবে। গোটা স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থার জন্য এখন তারাই দায়ী থাকবে। এটা তাদের ঘাড়ের ওপর চেপে বসবে। পরাজিত আহত দলের দিক থেকে এই ছিল লড়াকু বক্তব্য। গত বেশ কয়েক দশক ধরে রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের বিরুদ্ধে এই অভিযোগ করে আসছে যে তাদের পক্ষপাতদুষ্ট আয়ত্তযোগ্য স্বাস্থ্য পরিচর্যা আইনই গোটা স্বাস্থ্য ব্যবস্থায় খরচ ও হতাশা বেড়ে যাওয়ার জন্য দায়ী। এখন ডেমোক্র্যাটরাও রিপাবলিকানদের বলবার মওকা পেয়ে গেছে। যেমন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটদলীয় নেত্রী ন্যান্সি পেলোসি রিপাবলিকানদের উদ্দেশ বলেছেন, ‘ওই আইন যদি বাতিল কর তা হলে সব দায়-দায়িত্ব তোমাদের’ সোজা কথায় ডেমোক্র্যাটরা এখন ওবামা কেয়ার বাতিলের কারণে রিপাবলিকানদের বিরুদ্ধে প্রচারাভিযান চালাচ্ছে এবং সেই প্রচারাভিযানে রিপাবলিকানদের কটাক্ষ করে সেøøাগান দেয়া হচ্ছে ‘মেক আমেরিকা সিক এগেইন।’ নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের ঘোষণা ছিল এই যে ক্ষমতায় গেলে তিনি ওবামা কেয়ার বাতিল করবেন। ইতিমধ্যে আইনটি বাতিল করেছে তারা, সে জায়গায় নতুন কোন আইন চালু করবে কিনা তা ঠিক বোঝা যাচ্ছে না। এ ব্যাপারে সিনেটের যে নিয়মকানুন আছে তাতে ব্যাপারটা জটিল হয়ে উঠেছে। যদিও পেলোসি পরিষ্কার ভাষায় বলেছিলেন আইনটি বাতিল করার জন্য যত ভোট প্রয়োজন রিপাবলিকানদের তা নেই। তার অর্থ ডেমোক্র্যাটরা ধারনা করেছিলেন যে তাদের হাতে দরকাষাকষি করার মতো ক্ষমতা আছে। একটা উপযুক্ত বিকল্প আইন চালু না করে ওবামা কেয়ার বাতিল করার পর বীমা বাজারের ওপর বিপর্র্যয়কর আঘাত নেমে আসবে বলে মন্তব্য করেছেন আইনটির অন্যতম প্রণেতা এজিকিয়েন ইমানুয়েল। ওবামা কেয়ার বাতিল হওয়ার অর্থ প্রায় ৩ কোটি আমেরিকান স্বাস্থ্য পরিচর্যার সুবিধা থেকে বঞ্চিত হবে বলে আরবান ইনস্টিটিউটের এক সমীক্ষায় দেখা গেছে। অন্যদিকে মধ্যবিত্ত শ্রেণীর আরও লাখ লাখ পরিবারের কাঁধে বিপুল অঙ্কের মেডিক্যাল বিলের বোঝা এসে চাপবে। হাসপাতালগুলোতে এমনিতে নতুন অবীমাকৃত রোগীদের ঢল আছে। হাসপাতালগুলো এই খরচটা ব্যবসায়ী গোষ্ঠীর কিনে নেয়া বেসকারী বীমা পরিকল্পনার ঘাড়ে স্থানান্তর করতে পারে। এরপর আছে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে বীমাকারীদের বাজার থেকে পালিয়ে যাওয়ার ঝুঁকি। এছাড়াও এ বাতিল নিয়ে রিপাবলিকান দলেও পক্ষে বিপক্ষে দু’রকম মত ই বিদ্যমান। রিপাবলিকনরা নীতি-নির্ধারক ও রাজনৈতিক এই দুদিক দিয়ে উভয় সঙ্কটের মুখে পড়েছে। লাখ লাখ আমেরিকানকে তাদের বীমা পরিকল্পনা থেকে ছুড়ে ফেলে দেয়া হবে। এই আশঙ্কা থেকে রিপাবলিকানদের অনেকেরই চাওয়া ছিল সতর্কতার সঙ্গে অগ্রসর হওয়া। তবে ট্রাম্প অঙ্গীকার করেছিলেন যে প্রথম দিন থেকেই ওবামা কেয়ার বাতিল হবে এবং রক্ষণশীলদেরও অনেকে এ ব্যাপাারে বিলম্ব করতে রাজি ছিলেন না মোটেই। রক্ষণশীল সংগঠন ‘সিটিজেনস কাউন্সল ফর হেলথ ফ্রিডম’-এর প্রধান টুইলা ব্রেস হুঁশিয়ারি দিয়েছিলেন যে, অঙ্গীকার ভাঙ্গার কোন অজুহাত দেখানোর অবকাশ নেই। ওবামা কেয়ার যথাশীঘ্র বাতিল করতে হবে। ডেমোক্রেটদের সমস্ত সমালোচনা অগ্রায্য করে হোয়াইট হাউসে প্রবেশ করার পর ট্রাম্প তার নির্বচনী প্রতিশ্রুতি পূরণ করেছেন ওবামা কেয়ার বাতিল করে। যেটিকে ডেমোক্রেটরা বলছেন ‘ মেক আমেরিকা সিক এগেইন’। সূত্র : টাইম
×