ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে ইন্দোনেশিয়ার বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাত

প্রকাশিত: ০৫:৪৯, ২৫ জানুয়ারি ২০১৭

রাষ্ট্রপতির সঙ্গে ইন্দোনেশিয়ার বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাত

বিডিনিউজ ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আইওয়ান বিরানাতা-আতমাদজা। মঙ্গলবার বিকেলে বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন। তিনি সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বিদায়ী দূতকে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ-ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। রাষ্ট্রপতি বলেন, জাতিসংঘ-ওআইসিসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া একই মনোভাব পোষণ করে। রাষ্ট্রপতি আশা করেন, ভবিষ্যতে বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। সাক্ষাতের সময় বিদায়ী দূত বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দুই দেশের মধ্যে অনেক সম্ভাবনাময় ক্ষেত্র রয়েছে, যেখানে যৌথ উদ্যোগে বিনিয়োগের মাধ্যমে উভয় দেশ উপকৃত হতে পারে।
×