ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাহবুবে আলমের এ্যাটর্নি জেনারেল পদ ॥ খারিজ বৈধতা চ্যালেঞ্জের রিট

প্রকাশিত: ০৫:৪৮, ২৫ জানুয়ারি ২০১৭

মাহবুবে আলমের এ্যাটর্নি জেনারেল পদ ॥ খারিজ বৈধতা চ্যালেঞ্জের রিট

স্টাফ রিপোর্টার ॥ এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদ চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে এ্যাটর্নি জেনারেল স্বপদে বহাল থাকছেন। এ দিকে রিটকারী আইনজীবী জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে তিনি আপীল করবেন। ‘বিনা বিচারে’ এক যুগের বেশি সময় ধরে কারাগারে থাকা এক গারো তরুণসহ সাতজনকে আদালতে হাজির করার জন্য নতুন দিন ঠিক করে দিয়েছে হাইকোর্ট। স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ তিনজনের ফাঁসির রায় বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীমকোর্র্ট। মৃত্যুদ-প্রাপ্ত তিন আসামির আপীল খারিজ করে দিয়ে স্বামী মোহম্মদ জাহিদ হোসেন জুয়েল, গাড়িচালক মোহম্মদ শাহিন আলম ও ভাড়াটিয়া খুনী মোহম্মদ মিজানুর রহমানের মৃত্যুদ-ের সাজা বহাল রাখা হয়েছে। অন্যদিকে সিলেটের পাঁচ উপজেলায় থাকা অনুমোদিত পাথর ভাঙ্গার মেশিনগুলো (স্টোন ক্রাসিং মেশিন) তিন মাসের মধ্যে স্টোন ক্রাসিং জোনে স্থানান্তরিত করতে হবে। যাদের অনুমোদন নেই, তাদের উচ্ছেদ করতে হবে। মঙ্গলবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদ চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। রিটকারীর পক্ষে ছিলেন এ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। ৬৭ বছর পূর্ণ হয়ে যাওয়ায় মাহবুবে আলম এ্যাটর্নি জেনারেল পদে থাকতে পারেন না মর্মে দাবি করে তার পদে থাকা বৈধতা চ্যালেঞ্জ করে গত নবেম্বরে রিটটি করেন ইউনুস আলী আকন্দ। তিনি বলেন, রিট আবেদনটি গ্রহণযোগ্য নয় বলে তা খারিজ করেছে আদালত। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপীল করা হবে। রিটে বলা হয়, সংবিধানের ৬৪(১)/৯৬(১) ধারা অনুযায়ী ৬৭ বছর পরে আর এই পদে থাকার সুযোগ নেই। আইন লঙ্ঘন করে প্রায় আট বছর ধরে এই পদে বহাল আছেন এ্যাটর্নি জেনারেল। ৬৭ বছর অতিক্রম করার পরও মাহবুবে আলম কোন কর্তৃত্ববলে এ্যাটর্নি জেনারেল হিসেবে বহাল রয়েছেন তার নির্দেশনা জানতে চাওয়া হয়েছে। রিটে আরও বলা হয়, এ্যাটর্নি জেনারেল নিয়োগ বিষয়ে সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রীমকোর্টের বিচারক হওয়ার যোগ্যতাসম্পন্ন কোন ব্যক্তি এ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হবেন। সংবিধানের ৯৬(১) অনুচ্ছেদে বলা হয়েছে, অন্যান্য নিয়মাবলী সাপেক্ষে কোন বিচারক ৬৭ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থাকবেন। লিগ্যাল রিমেম্ব্রান্সের ম্যানুয়াল-১৯৬০ এর ক্লজ-২, চ্যাপ্টার ১ অনুযায়ী এ্যাটর্নিদের পদ ২ বছরের জন্য, কিন্তু ২ বছর পূর্বেও ৩ মাসের নোটিস দিয়ে রাষ্ট্রপতি অপসারণ করতে পারে। কিন্তু ঐ আইন লঙ্ঘন করেও প্রায় ৮ বছর ধরে ঐ পদে বহাল আছেন। এ্যাটর্নি জেনারেল পদটি সাংবিধানিক উল্লেখ করে রিট আবেদনে বলা হয়, সংবিধান মেলে চলা সকলেরই দায়িত্ব ও কর্তব্য। সাংবিধানিক অন্য সকল পদেই নির্ধারিত সময় পরে আর কেউ থাকতে পারেন না। জানা গেছে, গত বছরের ১৬ ফেব্রুয়ারি এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বয়স ৬৭ বছর পূর্ণ হয়েছে। আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, এ্যাটর্নি জেনারেলের পদে থাকা নিয়ে গত বছরের ২১ মার্চ মাহবুবে আলমকে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু এই লিগ্যাল নোটিসের কোন জবাব না পাওয়ায় এই রিট দায়ের করা হয়েছে। এ্যাটর্নি জেনারেল নিয়োগ এবং বয়স নিয়ে পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন রিটে সংযুক্ত করা হয়েছে। বিনাবিচারে আটক ৭জনকে হাজিরের নির্দেশ ॥ ‘বিনা বিচারে’ এক যুগের বেশি সময় ধরে কারাগারে থাকা এক গারো তরুণসহ সাতজনকে আদালতে হাজির করার জন্য নতুন দিন ঠিক করে দিয়েছে হাইকোর্ট। বিনা বিচারে এক যুগ বন্দী ৭ জনকে হাজিরের নির্দেশ আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে না পৌঁছানোয় তাদের মঙ্গলবার হাজির করা সম্ভব হয়নি বলে সুপ্রীমকোর্ট লিগ্যাল এইড শাখার আইনজীবী বেহেশতী মারজান জানিয়েছেন। বিচারপতি নুরুজ্জামান ও বিচারপতি এসএইচ নুরুল হুদার হাইকোর্ট বেঞ্চ আগামী ২৬ জানুয়ারি সাতজনকে হাজিরের নতুন দিন রেখেছেন। এই সাতজন হলেন- কুষ্টিয়ার রাসেল শেখ, রাজধানীর বাড্ডার সাইদুর রহমান, মতিঝিলের মাসুদ, কেরানীগঞ্জের রাজীব হোসেন, গাজীপুরের বোর্ড বাজারের বাবু, ব্রাহ্মণবাড়িয়ার পারভেজ ও নেত্রকোনার গারো তরুণ লিটন। তারা সবাই বিভিন্ন মামলায় এক যুগের বেশি সময় ধরে কাশিমপুর কারাগারে আছেন। স্বামীসহ চারজনের মৃত্যুদ- বহাল ॥ স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ তিনজনের ফাঁসির রায় বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীমকোর্ট। মৃত্যুদ-প্রাপ্ত তিন আসামির আপীল খারিজ করে দিয়ে স্বামী মোহম্মদ জাহিদ হোসেন জুয়েল, গাড়িচালক মোহম্মদ শাহিন আলম ও ভাড়াটিয়া খুনী মোহম্মদ মিজানুর রহমানের মৃত্যুদ-ের সাজা বহাল রাখা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপীল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এই রায় দেন। আদালত সূত্রে জানা যায়, আইন অনুযায়ী দ-প্রাপ্তরা এই রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ পাবে। রিভিউ খারিজ ও রাষ্ট্রপতির ক্ষমা ভিক্ষার আবেদন নাকচ করে তাদের ফাঁসি কার্যকরে আর আইনগত বাঁধা থাকবে না। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি এ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান ও আসামি পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন। মামলার বিবরণে জানা যায়, তাহমিনা শারমিন তানিয়ার (২৮) স্বামী জাহিদ হোসেন জুয়েল পূর্বপরিকল্পনা অনুযায়ী তার স্ত্রীকে হত্যা করেন। ২০০৭ সালের ৩০ জানুয়ারি পটুয়াখালীর কুয়াটাকার সমুদ্র সৈকতে স্ত্রীকে হত্যা করেন তিনি। আর এই হত্যাকা-ে জুয়েলের সঙ্গে শাহীন ও মিজান অংশ নেন। এ ঘটনার পরদিনই কলাপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই রায়হান গফুর। তিন মাসের মধ্যে স্থানান্তর করতে হবে ॥ সিলেটের পাঁচ উপজেলায় অনুমোদিত পাথর ভাঙ্গার মেশিনগুলো (স্টোন ক্রাসিং মেশিন) তিন মাসের মধ্যে স্টোন ক্রাসিং জোনে স্থানান্তরিত করতে হবে। যাদের অনুমোদন নেই, তাদের উচ্ছেদ করতে হবে। মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। পাঁচটি উপজেলা হলো সিলেট সদর, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট।
×