ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাণিজ্য সম্পর্ক বাড়াতে ঢাকায় ওয়েলসের প্রতিনিধি দল

প্রকাশিত: ০৫:৪২, ২৫ জানুয়ারি ২০১৭

বাণিজ্য সম্পর্ক বাড়াতে ঢাকায় ওয়েলসের প্রতিনিধি দল

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও এগিয়ে নিতে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের ওয়েলসের একটি শক্তিশালী বাণিজ্য প্রতিনিধিদল। ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্স (ডব্লিউবিসিসি) এ সফরের আয়োজন করেছে। মঙ্গলবার ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও বাজারের সঙ্গে পরিচিত হওয়াই ওয়েলস প্রতিনিধিদলের লক্ষ্য। ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের প্রতিনিধিরাও এ দলে আছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক বিশেষ দূত রুশনারা আলীর গত ডিসেম্বরে বাংলাদেশ সফরের ধারাবাহিকতায় ওয়েলসের বাণিজ্য প্রতিনিধিদল ঢাকায় এসেছেন। ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন জানায়, ওয়েলস প্রতিনিধিদলটি ঢাকায় বৈঠকের পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট যাবে। সরকারী-বেসরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তারা সাক্ষাত করবেন। ব্রিটিশ হাইকমিশনার এ্যালিসন ব্লেক বলেছেন, ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সফরের মধ্য দিয়ে দুই পক্ষের বাণিজ্য সহায়তা বাড়বে। এছাড়া সাংস্কৃতিক বন্ধনও জোরালো হবে। ওয়েলস প্রতিনিধিদলের চেয়ার দিলাবর এ হোসাইন বলেছেন, বাংলাদেশের সঙ্গে ওয়েলসের বাণিজ্য সম্পর্ক জোরদারে আমরা উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি এর মধ্য দিয়ে উভয় দেশ লাভবান হবে। উল্লেখ্য, এর আগে ২০১১ ও ২০১৫ সালে ওয়েলসের বাণিজ্য প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসে।
×