ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু কাল

প্রকাশিত: ০৫:৪২, ২৫ জানুয়ারি ২০১৭

স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু কাল

স্টাফ রিপোর্টার ॥ নানান ব্র্যান্ডের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের মেলা বসছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ‘এডাটা স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৭’ নামে এই মেলা শুরু হবে আগামীকাল ২৬ জানুয়ারি। ২৮ জানুয়ারি মেলা শেষ হবে। মেলার উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। মঙ্গলবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘প্রেস মিট‘ এ এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আযোজকরা বলেন, এটা সপ্তম আয়োজন। এর আগে আরও ছয়বার মেলা আয়োজন করা হয়। ঢাকার বাইরেও আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার মেলা করা হয়েছে। এবারের মেলার টাইটেল স্পন্সর এডাটার প্রোডাক্ট ম্যানেজার নাজিম উদ্দিন ইমন বলেন, আমরা বরাবরই মোবাইল এক্সেসরিজ নিয়ে স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে অংশগ্রহণ করে আসছি। এবার আরও বড় পরিসরে অংশগ্রহণ করতে টাইটেল স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছি। মেলায় আকর্ষণীয় ছাড়ে পণ্য নিয়ে আসব। স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের হেড অব মোবাইল মোঃ মাইদুর রহমান বলেন, শুধু ফোন নয়, ক্রেতাদের প্রয়োজনীয় আধুনিক সব ফিচারের সমন্বয় ঘটিয়ে সর্বশেষ পণ্যগুলো মেলায় আনা হবে। শুধু মেলা উপলক্ষে ‘আর্লি বার্ড’ ও ‘প্রি-অর্ডার’ সুবিধাও দেয়া হবে। হুয়াওয়ে ডিভাইস বিজনেস ডিপার্টমেন্ট বাংলাদেশের সেলস ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী বলেন, মেলায় হুয়াওয়ের পক্ষ থেকে আকর্ষণীয় ছাড় ও ক্যাশব্যাক অফার থাকবে। এডিসন গ্রুপ মেলায় কয়েকটি নতুন মোবাইল ফোন নিয়ে আসছে। এডিসনের বিপণন ব্যবস্থাপক আশরাফুল হক এ কথা বলেন। নতুন আসা উই স্মার্ট সল্যুউশনস, লিনাক্স মোবাইলের কর্মকর্তারা বলেন, এবার তারা প্রথম মেলায় অংশ নিচ্ছেন। তাদের পণ্য অন্য বড় কোম্পানির পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় নামছে। তারা ক্রেতাদের কাছে আধুনিকতম প্রযুক্তির মোবাইল ও ট্যাবলেটগুলো তুলে ধরবেন। এবারের মেলার প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে স্যামসাং, গোল্ড স্পন্সর হিসেবে হুয়াওয়ে ও সিলভার স্পন্সর হিসেবে লিনাক্স মোবাইল, অপ্পো, সিম্ফনি ও উই রয়েছে। টিকেট বুথ স্পন্সর হিসেবে রয়েছে কিকশা ডটকম। পার্টনার হিসেবে আছে এডুমেকার, পিপলস রেডিও ও টেকশহর ডটকম। মেলায় ‘স্মার্ট ব্যাটল ২০১৭’ নামে কুইজ প্রতিযোগিতা থাকবে। প্রতিযোগিতায় বিজয়ীরা হুয়াওয়ে, লাভা ও লিনাক্স মোবাইলের পক্ষ থেকে স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার পাবেন। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা। টিকেট থেকে আয় জনকল্যাণে ব্যয় করা হবে। এবারও স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা বিনা টিকেটে মেলায় প্রবেশ করতে পারবে। তবে তাদের ইউনিফর্ম থাকতে হবে।
×