ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আসছেন ১ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৫:৪০, ২৫ জানুয়ারি ২০১৭

ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আসছেন ১ ফেব্রুয়ারি

কূটনৈতিক রিপোর্টার ॥ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী পহেলা ফেব্রুয়ারি তিন দিনের সফরে ঢাকায় আসছেন। এ সফর সামনে রেখে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তুতি চলছে। এছাড়া ঢাকা সফরের সময় ফিলিস্তিনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ নিয়ে আলোচনা করতে পারেন মাহমুদ আব্বাস। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানায়। সূত্র জানায়, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঢাকায় এসে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এমন একটা সময়ে বাংলাদেশ সফরে আসছেন, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরাইলকে জোরালো সমর্থন দিচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনও অবশ্য বরাবরের মতো ইসরাইলকে সমর্থন দিয়েছিল। এর আগের ওবামা সরকার শেষ সময়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের নিন্দা প্রস্তাবে ভেটো দেয়নি। তবে ইসরাইলের তেলআবিবে থাকা মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অঙ্গীকারের বিষয়ে আলোচনা মাত্র শুরু হয়েছে। সূত্র জানায়, বাংলাদেশ সরকার সব সময়ই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ও তার জনগণের অধিকারের পক্ষে অবস্থান নিয়ে এসেছে। ইসরাইলের আগ্রাসনের নিন্দা জানানোর পাশাপাশি জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের পক্ষেও কথা বলে আসছে বাংলাদেশ। ফিলিস্তিনের মানুষের প্রতি দিন দিন বিশ্বের সমর্থন বাড়ায় সে দেশের মানুষের জীবনেও পরিবর্তন আসছে। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো জাতিসংঘে ফিলিস্তিনের পতাকা তোলা হয়। তবে ঢাকা সফরের সময় ফিলিস্তিনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ নিয়ে আলোচনা করতে পারেন মাহমুদ আব্বাস। এছাড়া তিনি মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকারকে অবহিত করবেন বলেও আশা করা হচ্ছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঢাকা সফরের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য ইতোমধ্যেই বাংলাদেশ সফর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রশিদ মালিকী। তিনি গত ডিসেম্বর মাসে ঢাকায় এসেছিলেন। দুই দেশের মধ্যে কী কী চুক্তি হতে পারে, সে বিষয়ে আলোচনা করে গেছেন রশিদ মালিকী। সে সময় ফিলিস্তিনের পক্ষ থেকে মুক্ত বাণিজ্য করার জন্য প্রস্তাব দেয়া হয়। বাংলাদেশ ওই প্রস্তাবটি যাচাই-বাছাই করেছে। মাহমুদ আব্বাসের ঢাকা সফরের সময় এ বিষয়ে একটি চুক্তির প্রস্তুতি চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশে ফিলিস্তিনের অনেক শিক্ষার্থী বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে। মাহমুদ আব্বাসের ঢাকা সফরে ফিলিস্তিনের আরও বেশি শিক্ষার্থী বাংলাদেশে যেন পড়াশোনার সুযোগ পায়, সে বিষয়েও আলোচনা হবে। বাংলাদেশের স্বাধীনতার ২৫ বছরপূর্তিতে ১৯৯৭ সালে ফিলিস্তিনের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ঢাকায় এসেছিলেন। তবে ইয়াসির আরাফাত একাধিকবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেছেন। বিশেষ করে পূর্ব এশিয়ার দেশগুলোতে সফরের ক্ষেত্রে অনেক সময়েই ফিলিস্তিনের রাষ্ট্রপ্রধানরা ঢাকার বিমানবন্দরে যাত্রাবিরতি করে থাকেন। সে কারণে ১৩ ফেব্রুয়ারি জাপান যাওয়ার সময় ঢাকায় যাত্রাবিরতি করেছিলেন মাহমুদ আব্বাস। সে সময় তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। এর আগে ২০১০ সালে জাপান ও কোরিয়া সফরের সময়ও ঢাকায় যাত্রাবিরতি করেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঢাকা সফরের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিনের চার্জ দ্য এ্যাফেয়ার্স ইউসুফ এস ওয়াই রামাদান। বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ফিলিস্তিনের প্রেসিডেন্টের সফর নিয়ে দুই পক্ষ আলোচনা করছে। দুই দেশের মধ্যে দুটি চুক্তির বিষয়ে আলোচনা চলছে। কিন্তু এখনও কিছু চূড়ান্ত হয়নি।
×