ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হয় পেটে না হয় টয়লেটে

প্রকাশিত: ০৫:৩৯, ২৫ জানুয়ারি ২০১৭

হয় পেটে না হয় টয়লেটে

স্টাফ রিপোর্টার ॥ হয় পেটে-না হয় টয়লেটে, সোনা ধরা পড়ছেই। এক মহিলার পেট থেকে দেড় কেজি সোনা বের করার চারদিনের মাথায় কৌশল পাল্টে আনা সাত কেজি সোনার চালান আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা কাস্টমস হাউস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা একটি বেসরকারী এয়ারলাইন্সের ফ্লাইটের টয়লেটে অভিযান চালিয়ে ৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে চলতি মাসেই আধামণের বেশি সোনা জব্দ করা হয় এ বিমানবন্দরে। দীর্ঘদিন বিরতির পর আবারও চোরাচালানিরা খুচরো প্যাকেজে এসব চালান আনছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনূুল খান। চোরাচালানের এ ধারা প্রতিহত করতে নতুন কৌশল অবলম্বন করা হবে বলে জানান তিনি। ঢাকা কাস্টম হাউস জানিয়েছে, ওই ফ্লাইটের টয়লেটে তল্লাশি চালিয়ে ৬০টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। কালো টেপ মোড়ানো তিনটে প্যাকেটে সোনার বারগুলো ময়লা ফেলার জায়গায় রাখা ছিল। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক ওজন ৬ কেজি ৯৬০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। সহকারী কমিশনার আহসানুল কবির জানান, বড় বড় চালানের ওপর বড় ধরনের আঘাত আসায় চোরাচালানিরা এখন ভিন্ন কৌশল গ্রহণ করেছে। তারা অনেক ক্ষেত্রে মধ্যপ্রাচ্য থেকে আসা নিরীহ যাত্রীকে বিশেষ পারিশ্রমিক পরিশোধের মাধ্যমে খুচরো পরিমাণ সোনা আনছে। এতে অনেকেই কাস্টমস হল ফাঁকি দিয়ে চলে যেতে সক্ষম হয়। আবার অনেকেই ধরা পড়ে। এ পর্যন্ত যারাই ধরা পড়েছে তারাই এ জাতীয় ক্যারিয়ার বলে স্বীকার করেছে।
×