ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চে গুয়েভারা রাগবি আজ শুরু

প্রকাশিত: ০৫:০৭, ২৫ জানুয়ারি ২০১৭

চে গুয়েভারা রাগবি আজ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ রাজনীতি-সচেতন ব্যক্তি মাত্রই চেনেন চে গুয়েভারা আসলে কে। লাতিন আমেরিকার বিপ্লবী ইতিহাসের জ্বলজ্বলে এক নক্ষত্র চে। দুনিয়ার মুক্তিকামী মানুষের উজ্জ্বল স্বাক্ষরের পরিচিত একটি নাম চে। একজন আর্জেন্টিনীয়, মার্কসবাদী, বিপ্লবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ এবং কিউবার বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব হচ্ছেন তিনি। চে খেলোয়াড়ও ছিলেন বটে। মল্যবিদ ছিলেন। তার খেলাধুলার পছন্দ তালিকায় ছিল সাঁতার, ফুটবল, গলফ, শূটিং। এছাড়া দারুণ পছন্দ করতেন সাইক্লিং। রাগবি ইউনিয়নের একজন অতি আগ্রহী সদস্য ছিলেন এবং বুয়েন্স আইরিস বিশ্ববিদ্যালয় রাগবি দলের হয়েও খেলেছেন। রাগবি খেলার ক্ষিপ্রতার জন্য তাকে ‘ফিউজার’ নামে ডাকা হতো। পৃথিবীতে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় যিনি বিপ্লব করে নিজের জীবনকে উৎসর্গ করেছেন (১৯২৮-১৯৬৭) সেই চে’ স্মরণে বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) আজ বুধবার ঢাকার মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজন করছে দিনব্যাপী ‘চে গুয়েভারা রাগবি প্রতিযোগিতা।’ সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাদল রায়। এ সময় উপস্থিত থাকবেন ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল জহির স্বপন ও সাধারণ সম্পাদক মৌসুম আলীসহ অন্যরা। এ উপলক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাগবি ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল জহির স্বপন, সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্মসাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য দীন ইসলাম ও সিরাজুল ইসলামসহ অন্যরা। প্রতিযোগিতায় ৪টি দল অংশ নেবে। দলগুলো হলো : রাজশাহী, নড়াইল, যশোর ও গাইবান্ধা রাগবি ক্লাব। এই চারটি দলে মোট ৩০ খেলোয়াড় অংশগ্রহণ করছে। খেলা হবে সেভেন এ-সাইড পদ্ধতিতে এবং লীগ ভিত্তিতে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। উল্লেখ্য, জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ কার্যক্রম থেকে চূড়ান্ত পর্যায়ে বাছাইকৃত ৩০ অনুর্ধ-১৬ খেলোয়াড়দের উৎসাহ প্রদানে এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।
×