ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেরেনাকে থামাতে চান কন্টা

প্রকাশিত: ০৫:০৭, ২৫ জানুয়ারি ২০১৭

সেরেনাকে থামাতে চান কন্টা

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ সময় পর আরেকটি দারুণ সুযোগ এসেছে। কোন গ্র্যান্ডসøাম ফাইনালের দুই বোন ভেনাস উইলিয়ামস ও সেরেনা উইলিয়ামসের মুখোমুখি হওয়ার যথেষ্ট সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেদিক থেকে একধাপ এগিয়ে গেছেন ৩৬ বছর বয়সী ভেনাস। তিনি সেমিফাইনাল নিশ্চিত করেছেন। এবার ছোট বোন সেরেনা নিজের সর্বোচ্চ দিয়েই প্রচেষ্টা চালাবেন শেষ চারে ভেনাসের সঙ্গে যোগ দিতে। কিন্তু তার অভিযান কোয়ার্টার ফাইনালেই থামিয়ে দিতে বদ্ধপরিকর ব্রিটিশ তারকা জোহানা কন্টা। ৩৫ বছর বয়সী সেরেনা এক নম্বর র‌্যাঙ্কিং ফিরে পেয়েছেন চলমান অস্ট্রেলিয়ান ওপেনেই। গত বছরের মাঝামাঝি তাকে হটিয়ে বিশ্বসেরা হয়েছিলেন জার্মানির এ্যাঞ্জেলিক কারবার। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনে কারবারের আগাম বিদায় এবং সেরেনার উন্নতি আবার র‌্যাঙ্কিংয়ে এ ওলট-পালট ঘটিয়েছে। ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ডসøাম জয়ের সন্ধানে আছেন এ মার্কিন কৃষ্ণকন্যা। এবার চ্যাম্পিয়ন হতে পারলেই তিনি গ্র্যান্ডসøাম জয়ের নতুন রেকর্ড গড়বেন। বর্তমানে কিংবদন্তি জার্মান তারকা স্টেফিগ্রাফের সমান ২২ গ্র্যান্ডসøাম জয়ের রেকর্ড ভাগাভাগি করছেন তিনি। সেই পথে অবশ্য দারুণভাবেই এগিয়ে যাচ্ছেন সেরেনা। এবার তিনি মরিয়া হয়ে উঠবেন সেমিতে ওঠার জন্য। কারণ বড় বোন ভেনাস শেষ চার নিশ্চিত করেছেন। আজই সেই লড়াই ব্রিটিশ তরুণী কন্টার বিরুদ্ধে। ৯ নম্বর র‌্যাঙ্কিংধারী এ তারকা বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন। বিশ্বের ৯ নম্বর কন্টা কোনভাবেই সেরেনাকে জয়ী দেখতে চান না। টানা ৯ ম্যাচ জিতেছেন তিনি। আর মৌসুম শুরু করেছেন সিডনি ইন্টারন্যাশনালের শিরোপা হাতে তুলে। এ কারণে ভয়ঙ্কর কন্টার বিরুদ্ধে নামার আগে বেশ সতর্কই থাকছেন সেরেনা। ক্যারিয়ারের সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মিশনে এ বাধা নিয়ে বলেন, ‘আমি তার খেলা প্রচুর পরিমাণে দেখেছি। সে খুবই ভাল করছে বর্তমানে। এ বছর সে কোন ম্যাচই হারেনি। সবসময় আক্রমণাত্মক খেলে অভ্যস্ত সে। সেভাবেই তাকে মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছি। তবে একইসঙ্গে বলতে চাই যে এ টুর্নামেন্টে আমার হারানোর কিছুই অবশিষ্ট নেই।’ সেরেনা মুখে যাই বলুন, ভেনাস সেমিতে ওঠার পর এখন প্রাণপণ চেষ্টায় থাকবেন তিনিও শেষ চারে ওঠার জন্য। ভেনাসের সেমিতে প্রতিপক্ষ স্বদেশী তরুণী কোকো ভ্যানডেওয়েঘে। আর সেরেনা জিততে পারলে সেমিতে মুখোমুখি হতে পারেন ক্রোয়েশিয়ার মিরজানা লুসিচ বারোনি কিংবা ক্যারোলিনা পিসকোভার।
×