ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিজ নির্ধারণী ম্যাচে ভঙ্গুর শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৫:০৬, ২৫ জানুয়ারি ২০১৭

সিরিজ নির্ধারণী ম্যাচে ভঙ্গুর শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা সফরের মধ্যপথে বড় রকমের ধাক্কা খেল শ্রীলঙ্কা। ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরে গেছেন নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ, ইনজুরিতে সিরিজ শেষ হয়ে গেছে দুই গুরুত্বপূর্ণ সদস্য নুয়ান প্রদীপ ও দানুসকা গুনাতিলকের। এই অবস্থায় আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি২০ খেলতে নামছে অতিথিরা। কেপটাউনে খেলা শুরু বাংলাদেশ সময় রাত দশটায়। এই ম্যাচে এবং ওয়ানডে সিরিজে লঙ্কানদের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক দিনেশ চান্দিমাল। সফরে তিন টেস্টের সিরজে শোচনীয়ভাবে ‘হোয়াইটওয়াশ’ হয় সফরকারীরা। হারে প্রথম টি২০তেও, এরপর দ্বিতীয় মাচে প্রথম জয়ের (৩ উইকেটে) স্বাদ পায় ম্যাথুজবাহিনী। ৫০ বলে ৫৪* রানের দারুণ এক ইনিংস খেলেন অধিনায়ক, সেই তিনিও নেই। সব মিলিয়ে দুর্ধর্ষ প্রোটিয়াদের বিপক্ষে চান্দিমালদের জন্য চ্যালেঞ্জটা আরও বেড়ে গেল। ইনজুরি কাটিয়ে এ সফরেই মাঠে ফেরা ম্যাথুজ ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরে গেছেন বলে শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট থেকে নিশ্চিত করা হয়েছে। যদিও রবিবার জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ম্যাচে দলকে দারুণ এক জয় এনে দেয়ার পথে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন লঙ্কান দলনায়ক। এদিকে নুয়ান প্রদীপ প্রথম ম্যাচেই হাতে ব্যথা পেয়েছেন। গুনাতিলকে ভুগছেন পিঠের ইনজুরিতে। ম্যাথুজ ঠিক কতদিন দলের বাইরে থাকবেন সেটি এখনও নিশ্চিত নয়। তবে প্রদীপ ও গুনাতিলকের দক্ষিণ আফ্রিকা সফর শেষ। ফলে সহ-অধিনায়ক দিনেশ চান্দিমাল নেতৃত্ব দেবেন। টি২০ শেষে দু’দল পাঁচ ওয়ানডের সিরিজে মুখোমুখি হবে। পোর্ট এলিজাবেথে প্রথম ওয়ানডে শনিবার। সেঞ্চুরিয়নে বৃষ্টিবিঘিœত প্রথম টি২০তে নতুন অধিনায়ক ফারহান বেহারদিয়ানের অধীনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ১৯ রানের সহজ জয় পায়।
×