ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইন্টারন্যাশনাল আরচারি

বাংলাদেশের লক্ষ্য ৬ স্বর্ণপদক

প্রকাশিত: ০৫:০৫, ২৫ জানুয়ারি ২০১৭

বাংলাদেশের লক্ষ্য ৬ স্বর্ণপদক

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক আরচারি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে আগামী ২৭-৩০ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই র‌্যাঙ্কিং টুর্নামেন্টটি। ‘আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আরচারি চ্যাম্পিয়নশিপে’র প্রথম আসর। যাতে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশসহ ১৭ দেশের ৬৮ আরচার। এদের মধ্যে আছেন ৫০ পুরুষ ও ১৮ মহিলা আরচার। টুর্নামেন্টের ইভেন্ট হোল্ডার ইসলামী সলিডারিটি স্পোর্টস ফেডারেশন (আইএসএসএফ) এবং বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ)। ২৭ জানুয়ারি সকাল ১১টায় চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। অংশ নেয়া বাকি দেশগুলো হচ্ছে : আজারবাইজান, পাকিস্তান, ইরাক, ইরান, উগান্ডা, সৌদি আরব, সুদান, সিরিয়া, ইয়েমেন, মৌরিতানিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, মরক্কো, নেপাল এবং ভুটান। দলগুলো ঢাকায় আসবে ২৬ জানুয়ারি। তারা থাকবে ঢাকার এশিয়া এবং ফারস্ হোটেলে। প্রতিযোগিতার বাজেট ৭০ লাখ টাকা, যা দেবে ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, কিউট, ডেইলি এশিয়ান এইজ এবং দি ব্লেজার বিডি। খেলা হবে রিকার্ভের কম্পাউন্ড বিভাগে। আর ইভেন্টগুলো হলো একক, দলীয়, মিশ্র দলীয়। খেলা হবে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বাংলাদেশ দলে আছেন ৮ পুরুষ এবং ৮ মহিলা আরচার। তারা হলেন : রোমান সানা, নুরুল হুদা, সানোয়ার হোসেন, তামিমুল ইসলাম, আবুল কাশেম, রামকৃষ্ণ, নাজমুল হুদা, মিলন মোল্লা, বিউটি রায়, শ্যামলী রায়, রাবিয়া আক্তার শাপলা, হীরা মনি, সুস্মিতা বণিক, বন্যা আক্তার, বিপাশা আক্তার এবং রোকসানা আক্তার। দলগঠন করা হয়েছে ধারাবাহিক নৈপুণ্যের ভিত্তিতে। আর এ কারণেই দলে ঠাঁই হয়নি তারকা দুই আরচার ইমদাদুল হক মিলন এবং সজীব শেখ। এই আসরে মোট ৯টি ইভেন্টে স্বর্ণপদকের লড়াই হবে। বাংলাদেশ দল কমপক্ষে ৬টি স্বর্ণ জিতবে- এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। মঙ্গলবার এই প্রতিযোগিতা উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চপল উপরোক্ত মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের পরিচালক আবদুল মামুদ, আরচারি ফেডারেশনের সহ-সভাপতি সৈয়দ চৌধুরী, আনিসুর রহমান দীপু, হামিদা বানু প্রমুখ।
×