ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দারুণ খুশি ডেভিড ওয়ার্নার

প্রকাশিত: ০৫:০৫, ২৫ জানুয়ারি ২০১৭

দারুণ খুশি ডেভিড ওয়ার্নার

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যাট হাতে স্বপ্নের সময় পার করছেন ডেভিড ওয়ার্নার। শেষ দশ ওয়ানডেতে হাঁকিয়েছেন ৬টি সেঞ্চুরি, পঞ্চাশ ওভারের ক্রিকেটে ২০১৬ সালের সর্বোচ্চ রান সংগ্রাহক টেস্টেও ঔজ্জ্বল্য ছড়িয়েছেন। মাত্র চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে টানা দ্বিতীয়বারে মতো দেশটির বর্ষসেরা ‘এ্যালান বোর্ডার পদক’ জিতে নিয়েছেন। সামনে কঠিন ভারত সফর, যেটিকে কুলিন অসিদের জন্য সত্যিকারের অগ্নিপরীক্ষা বলে মনে করা হচ্ছে। টানা খেলার ধকল সামলে সতেজ হয়ে উঠতে দলের সেরা ব্যাটসম্যানকে তাই কয়েকদিনের জন্য বিশ্রাম দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ৩০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ‘চ্যাপেল-হ্যাডলি’ ট্রফির লড়াই। রানমেশিন ওয়ার্নারকে তাই এই সিরিজে দেখা যাবে না। গুরুত্বপূর্ণ ভারত সফরের আগে গৌরবময় বোর্ডার পদক জয়, এই বিশ্রাম, সবমিলিয়ে ৩০ বছর বয়সী ন্যাটা উইলোবাজ দারুণ খুশি। ওয়ার্নার বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে খেলার পর মনে হচ্ছিল, আমার পা আর চলছে না। আগের ম্যাচটাতে সেঞ্চুরির জন্য যথেষ্ট লড়াই করতে হয়েছিল। কিছুটা বিশ্রাম দরকার ছিল। আমার মনে হয় ক্রিকেট অস্ট্রেলিয়া আমার মনের কথাটা বুঝতে পেরেছে। চ্যাপেল-হ্যাডলি ট্রফি চলাকালে বিশ্রামের ব্যবস্থা করেছে, যা আমাকে শারীরিক ও মানসিকভাবে শক্তি সঞ্চয় করতে সাহায্য করবে।’ তিনি আরও যোগ করেন, ‘সত্যি বলতে এই বিশ্রামটা দারুণ কাজে লাগবে। ৫ তারিখ ভারতের উদ্দেশ্যে রওনা দেব। তার আগে এই কয়েকদিন বাড়িতে পরিবারের সঙ্গে কাটাতে পারব। ভারত সফর সবসময় কঠিন। আশা করছি বিশ্রামের পর তরতাজা হয়ে মাঠে নামতে পারব।’ সিএ’র নতুন প্রধান নির্বাচক ট্রেভর হোন্স বলেন, ‘ওয়ার্নার এ মৌসুমে লম্বা পথ পাড়ি দিয়েছে। ওর জন্য বিশ্রামটা জরুরী ছিল। যা ওকে চাঙ্গা করে তুলবে।’ গত বছর সব ফরমেটেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ওয়ার্নার। সবমিলিয়ে প্রায় আড়াই হাজার রান করেছেন। মৌসুমে ১৩ ইনিংসে করেছেন ৫টি সেঞ্চুরি, চলতি বছর যোগ করলে শেষ ১০ ওয়ানডেতে ৬টি। টানা দ্বিতীয়বারের মতো ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বর্ষসেরা ‘এ্যালান বোর্ডার মেডেল’ জিতে নিয়েছেন ৩০ বছর বয়সী তুখোড় উইলোবাজ। বর্ষসেরার দৌড়ে অধিনায়ক স্টিভেন স্মিথকে পেছনে ফেলেন ওয়ার্নার।
×