ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বার্সিলোনাতেই থাকছেন মেসি

নেইমারই আগামীর বিশ্বসেরা

প্রকাশিত: ০৫:০৪, ২৫ জানুয়ারি ২০১৭

নেইমারই আগামীর বিশ্বসেরা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী কয়েক বছরের মধ্যে নেইমার বিশ্বসেরা ফুটবলার হবেন বলে মন্তব্য করেছেন ব্রাজিলের সাবেক বিশ্বকাপ জয়ী কোচ লুই ফিলিপ সোলারি। দুই বছরের মধ্যে বার্সিলোনা তারকা ফিফা বর্ষসেরা হবেন বলেও মন্তব্য করেন তারকা এই কোচ। কি ফিফা বর্ষসেরা কি ব্যালন ডি’অর সবখানেই গত এক দশক ধরে আধিপত্য বিস্তার করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। ঘুরেফিরে এ দু’জনই বাজিমাত করছেন সব পুরস্কার। তবে তাদের আধিপত্য দ্রুতই ঘুচতে যাচ্ছে বলে মনে করেন সোলারি। ব্রাজিলকে ২০০২ পঞ্চম বিশ্বকাপ জেতানো এই কোচ এখন কাজ করছেন চাইনিজ সুপার লীগের ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডোতে। ৬৮ বছরের কোচ ৩৫ বছরের কোচিং ক্যারিয়ারে ২৪টি শিরোপা জিতেছেন। বিখ্যাত সেই কোচ সোলারি বলেন, রোনাল্ডো ও মেসি প্রত্যেক বছর বর্ষসেরা হওয়ার জন্য ধারাবাহিকভাবে পারফর্ম করে। কিন্তু দুই বছরের মধ্যে নেইমার তাদের দু’জনের পর্যায়ে উঠে আসবে। প্রকৃতপক্ষে ও ইতোমধ্যেই ওই দু’জনকে সিংহাসনচ্যুত করা শুরু করে দিয়েছে। এই মুহূর্তে স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা, অন্যদিকে ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদ। স্পেনের এই দুই ক্লাবের মূল্যায়ন করতে গিয়ে সোলারি বলেন, বার্সিলোনার চেয়ে রিয়াল মাদ্রিদ আমার স্টাইলের সঙ্গে বেশি মানিয়ে যায়। হ্যাঁ, লুইস এনরিকে তার দলকে ভাল ফুটবল খেলাতে আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু গত দুই বছরে মেসি, নেইমার ও সুয়ারেজকে নিয়ে বার্সা অনেকটাই বদলে গেছে। ব্রাজিলে তার অধীনে খেলা সেরা খেলোয়াড় কারা ছিলেনÑ এমন প্রশ্নে সোলারি বলেন, রিভাল্ডো, রোনাল্ডো, রোনাল্ডিনহো ও রবার্তো কার্লোস। এদিকে স্প্যানিশ লা লিগায় এইবারের বিরুদ্ধে গোল করে বার্সিলোনার জার্সি গায়ে স্বদেশী সাবেক তারকা রোনাল্ডিনহোর পাশে বসেছেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার। ৪-০ ব্যবধানের জয় পাওয়া ম্যাচটির যোগ করা সময়ে বার্সার জার্সিতে ৯৪তম গোলটি করেন নেইমার। কাতালানদের হয়ে নেইমার খেলেছেন ১৬৪টি ম্যাচ। বার্সার হয়ে ৯৪ গোল করতে রোনাল্ডিনহোর খেলতে হয়েছিল ২০৭টি ম্যাচ। নেইমারের বিস্ময়কর উত্থানের শুরু ২০০৩ সাল থেকে। ওই বছর তিনি কিশোর প্রতিভা হিসেবে কিংবদন্তি পেলের সাবেক ক্লাব সান্তোসে যোগ দেন। পেশাদার ফুটবলের সঙ্গে তখন থেকেই পরিচিতি ব্রাজিলের বর্তমান স্বপ্নদ্রষ্টার। ফলস্বরূপ অল্প সময়ের মধ্যেই নেইমারের সংসারের অভাব বিতাড়িত হয়। মাত্র ১৭ বছর বয়সেই কাড়ি কাড়ি অর্থের মালিক বনে যায় নেইমারের পরিবার। এরপর প্রত্যাশিতভাবেই নাম লেখান সান্তোসের মূল দলে। ফলাফল কি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ধারাবাহিক বিস্ফোরক পারফর্মেন্স প্রদর্শন করে নেইমার এখন বর্তমান বিশ্ব ফুটবলের সেরা তারকাদের একজন। সঙ্গত কারণেই অর্থের ঝনঝনানির সঙ্গে নিত্য বসবাস নেইমার ও তার পরিবারের। প্রাণচাঞ্চল তরুণ ২০১৩ সালে নবম ফিফা কনফেডারেশন্স কাপে আরেকবার চেনান নিজের জাত। বিশ্বের বাঘা বাঘা ফুটবলারদের পেছনে ফেলে আসরের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। নিজ দেশ ব্রাজিলকে ঐতিহাসিক হ্যাটট্রিক শিরোপা জয়ে কারিগরের ভূমিকা পালন করেন। এরপর গত বছর ব্রাজিলকে উপহার দিয়েছেন অধরা অলিম্পিক ফুটবলের স্বর্ণপদক। নেইমারের এমন ধারাবাহিকতার কারণেই তাকে বিশ্বসেরা হিসেবে দেখছেন সোলারি। অন্যদিকে বার্সিলোনার প্রথম টিম সেক্রেটারি রবার্টো ফার্নান্ডেজ জানিয়েছেন, বার্সিলোনা ছেড়ে কোথাও যাচ্ছেন না মেসি। তার চুক্তি নবায়নের প্রক্রিয়া দ্রুতগতিতে চলছে বলে মন্তব্য করেন তিনি। মেসির উচ্ছ্বাসিত প্রশংসা করে ফার্নান্ডেজ বলেন, মেসির চুক্তি নবায়ন প্রক্রিয়া দ্রুতগতিতে চলছে। আশা করছি সবকিছু ঠিকঠাক হবে। মেসিকে বিশ্বসেরা ফুটবলার অভিহিত করে তিনি বলেন, মেসি বর্তমান বিশ্বের সেরা ফুটবলার। কোন সন্দেহ নেই যে সে দিয়াগো ম্যারাডোনা, জোহান ক্রুইফ, আলফ্রেডো ডি স্টেফানোদের কাছাকাছি পৌঁছে গেছে। এসবের পরও লিও অনেকটা আলাদা। কারণ গত কয়েক বছর ধরে সে অসাধারণ কিছু করে চলেছে।
×