ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দলের ব্যর্থতায় হতাশ কোচ হাতুরাসিংহে

প্রকাশিত: ০৫:০৪, ২৫ জানুয়ারি ২০১৭

দলের ব্যর্থতায় হতাশ কোচ হাতুরাসিংহে

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে, টি২০ ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। দুই বছর পর বিদেশ সফরে গিয়েই ভরাডুবি হয়েছে। যে দলটি দেশের মাটিতে সাফল্যের চূড়ায় বাস করেছে। বিদেশে খেলতে গিয়েই হাবুডুবু খেয়েছে। আর তাতে হতাশ হয়েছে বাংলাদেশ প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে। মঙ্গলবার ক্রাইস্টচার্চে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সেই হতাশার কথা জানিয়েছেন কোচ। বলেছেন, ‘সব ম্যাচ হারলে তৃপ্ত হওয়ার কথা না। সফর শুরুর আগে যে টার্গেট ছিল আমার, সে লক্ষ্য পূরণ হয়নি। ফলাফলের দিকে তাকালে হতাশই মনে হবে। কারণ, আমরা সব ম্যাচই হেরেছি।’ এ ব্যর্থতার সঙ্গে অবশ্য ইতিবাচক কিছুও পেয়েছেন কোচ, ‘কিছু পজিটিভও আছে। আমরা পুরো সফরের বেশিরভাগ সময় ও ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছি। বেশ কয়েকবার সাফল্যের পথও খুঁজে পেয়েছি। কিন্তু নিজেদের সৃষ্ট সে জেতার সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে সাফল্যের মঞ্চে ওঠা সম্ভব হয়নি।’ সঙ্গে যোগ করেন, ‘মানছি সবারই প্রত্যাশা ছিল, সব ম্যাচ হার হয়তো অনেকেই আশা করেননি। তবে এটাও সত্য, নিউজিল্যান্ডের কন্ডিশনে বেশ ক’বছর পর হঠাৎ এসে জয়ের সম্ভাবনা তৈরি করা সহজ না।’ কিউইদের বিপক্ষে বাংলাদেশের ভরাডুবিতে যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নড়েচড়ে বসেছে। বিশেষ করে ক্রিকেটাররা এত ইনজুরিতে পড়ায় কি করা যায়, তা নিয়ে ভাবছে বিসিবি। সঙ্গে ক্যাচ ফেলার ধুমতো আছেই। আর তাই বিসিবি ছুটিতে থাকা অবস্থাতেও ক্রিকেটারদের কড়া নজরদারিতে রাখতে চায়। সেই সঙ্গে ফিটনেসটা যেন ঠিক থাকে, ফিল্ডিংটা যেন ঠিক থাকে, এজন্য দক্ষিণ আফ্রিকার গ্রেট জন্টি রোডসকে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত করানোর চেষ্টাও করছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই যেমন মঙ্গলবার বলেছেন, ‘অনুশীলন ক্যাম্প থেকে শুরু করে ক্রিকেটাররা যখন ছুটিতে নিজ নিজ বাড়িতে থাকবেন, তখনও তাদের কড়া নজরদারিতে রাখা হবে। যাতে করে তারা ফিটনেস হারিয়ে না ফেলে। খেলোয়াড়রা যখন ক্যাম্পে থাকে, তখন তাদের ফিটনেস বেশ ভাল থাকে। কিন্তু ছুটিতে গেলে তা পুরোপুরি বদলে যায়। একমাস ছুটি কাটিয়ে আসার পরে চেনাই যায় না। তাই আমরা ঠিক করেছি তাদের বাড়িতেও আমাদের মনিটরিংয়ের ব্যবস্থা রাখব।’ সঙ্গে যোগ করেন, ‘ফিটনেসের প্রতি আমরা আরও বেশি জোর দেব। জন্টি রোডসের মতো ফিল্ডিং পরামর্শক আমরা নিয়ে আসার চেষ্টা করছি। কারণ এ বছর যে হারে আমাদের দেশের বাইরে খেলা, তাতে ভাল ফিটনেস থাকাটা জরুরী। পর্যাপ্ত ফিটনেস না থাকলে তারা পেরে উঠবে না। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।’ নারী কেলেঙ্কারিতে যুক্ত হয়েছেন ক্রিকেটার আরাফাত সানি। তাকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হতে পারে বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি। বলেছেন, ‘সানির বিষয়ে আমরা বেশ ভালভাবেই অবগত আছি। এ জাতীয় ঘটনায় বিসিবি বরাবরই খেলোয়াড়দের প্রতি কঠোর ছিল। এর আগে এ জাতীয় অন্যায় যে করেছে তাকে বিসিবি শাস্তি দিয়েছে। একটি ঘটনায়ও ছাড় দেয়া হয়নি। তাদের অনেক বড় অঙ্কের জরিমানাও করা হয়েছে। কিন্তু মনে হচ্ছে এতে কাজ হবে না। আরও কঠোর হতে হবে। এ জাতীয় ন্যক্কারজনক ঘটনা বিসিবি কখনও বরদাস্ত করেনি, করবেও না। দোষী প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে সানি। এ ধরনের ক্রিকেটারদের নিষিদ্ধ না হওয়ার কোন কারণ নেই।’
×