ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হ্যাইক্কা চৌধুরী

সামর্থ্য দেখাতে উদগ্রীব তেভেজ

প্রকাশিত: ০৫:০১, ২৫ জানুয়ারি ২০১৭

সামর্থ্য দেখাতে উদগ্রীব তেভেজ

আর্জেন্টিনা থেকে ইংল্যান্ড। এরপর ইতালি হয়ে আবার আর্জেন্টিনা। এখন পর্যন্ত ফুটবল ক্যারিয়ারটা এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার নতুন ঠিকানা হয়েছে চীনে। সাংহাই শিনহুয়াতে সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে এখন বিশ্বের সর্বাধিক পারিশ্রমিক নিয়ে যোগ দিয়েছেন কার্লোস তেভেজ। ৩২ বছর বয়সী এ আর্জেন্টাইন স্ট্রাইকার সাংহাইকে দাবি করছেন নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে। একই সঙ্গে শনিবার তিনি ঘোষণা দিয়েছেন চীনে নিজের সক্ষমতার সবটাই উজাড় করে দিয়ে সামর্থ্য প্রমাণ করতে মুখিয়ে আছেন তিনি। বৃহস্পতিবার চীনে পৌঁছার পর দোভাষীর সহায়তায় শনিবার প্রথম চাইনিহ গণমাধ্যমের সঙ্গে স্প্যানিশে এসব কথা বলেন তেভেজ। ফুটবলার ট্রান্সফারের বাজারে চৈনিক বিপ্লব ঘটেছে এবার আগেভাগেই। বিশ্বের নামিদামি তারকাদের দিকে হাত বাড়িয়েছে চীনের ক্লাবগুলো। সেক্ষেত্রে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা তেভেজের সাংহাই শিনহুয়াতে যোগদান। বছরে ৩৮ মিলিয়ন ইউরো (৪১ মিলিয়ন মার্কিন ডলার) বেতন নির্ধারণ করে তাকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। এটি ভেঙ্গে দিয়েছে ফুটবলারদের পারিশ্রমিকের পূর্বতন সব রেকর্ডকে। এখন সর্বাধিক পারিশ্রমিক পাওয়া ফুটবলার এ আর্জেন্টাইন। দুই বছর আগেই ইউরোপের মায়া ত্যাগ করে ক্যারিয়ারের প্রথম ক্লাব বোকা জুনিয়র্সে ফিরে এসেছিলেন তিনি। ১৬ বছরের পেশাদার ক্যারিয়ারের ১০ বছরই তিনি ইউরোপে কাটিয়েছিলেন। এবার নতুন ঠিকানা চীনের বড় শহর সাংহাই। বৃহস্পতিবার সেখানে পৌঁছেছেন তেভেজ। তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল ভক্ত-সমর্থকদের ভিড়। শনিবার চীনে প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেছেন এ স্ট্রাইকার। সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাপিয়ে এখন মেগাস্টার তেভেজ। তবে চুক্তির বিষয় নিয়ে কোন কথা বলতে রাজি হননি তিনি। কিন্তু তাকে যে উচ্চাকাক্সক্ষাই শিনহুয়া দলে ভিড়িয়েছে সে বিষয়ে বলেন, ‘হয়তো এখানে অনেক চাপই থাকবে। কিন্তু ফুটবলের প্রতি আমার অত্যধিক ভালবাসার কারণে আমি অবশ্যই নিজের প্রবল ইচ্ছাশক্তিকে কাজে লাগাব। এমনকি যদি কোন চাপ থাকেও সেটা মাঠে আমি অবশ্যই ভুলে থাকব।’ ধীরে ধীরে চাইনিজ সুপার লীগ (সিএসএল) কঠিন হয়ে উঠছে। বিশ্বের সেরা তারকারা বিভিন্ন ক্লাবে যোগ দেয়ার কারণে প্রতিদ্বন্দ্বিতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে তেভেজ বলেন, ‘আমি জানি সিএসএল বছরের পর বছর কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। আর এ বছর অবশ্যই এর তীব্রতা বৃদ্ধি পাবে। আসন্ন মৌসুমটা বড় চ্যালেঞ্জ হবে আমার জন্য।’ যে ক্লাবেই খেলেছেন গোলের বন্যা বইয়ে দিয়েছেন তেভেজ। এতদিন ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের মতো বিশ্বসেরা ক্লাবগুলোর হয়ে খেলেছিলেন। এবার চীনের শিনহুয়াতে। ১৩০ কোটি মানুষের দেশ চীন। এরপরও বিশ্ব ফুটবলে সেভাবে শক্তিধর হয়ে উঠতে পারেনি তারা। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮১ নম্বরে আছে চীন ফুটবল দল। কিন্তু দেশের ফুটবলকে আরও শাণিত করার জন্যই চাইনিজ ফুটবল কর্তৃপক্ষ মহাতারকাদের সমাগম ঘটাচ্ছে। তেভেজ পৌঁছার পর বিপুল ভক্তের কাছে অভ্যর্থনা পেয়ে উৎফুল্ল, ‘এ বিষয়টা আমাকে বুঝিয়ে দিচ্ছে যে আমি আমার নতুন বাড়িতে এসেছি। সাংহাইয়ে অবশ্যই আমার লক্ষ্য থাকবে নিজের সামর্থ্য দেখানোর।’ বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়ে অবশ্য ক্লাবের চেয়ারম্যান উ শিয়াওহুই বলেন, ‘গুঞ্জন যতটা শোনা যাচ্ছে তেভেজের পারিশ্রমিক অত বেশি নয়। কিন্তু যা হয়েছে সেটা ভাল হয়েছে উভয়পক্ষের জন্য। আমরা সেটা মেনেই এগিয়ে যাব।’
×