ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চলতি বছর এসিতেও যুক্ত হচ্ছে ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তি

প্রকাশিত: ০৫:০০, ২৫ জানুয়ারি ২০১৭

চলতি বছর এসিতেও যুক্ত হচ্ছে ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তি

ফ্রিজের পাশাপাশি চলতি বছর এসিতেও যুক্ত হতে যাচ্ছে ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তি। টেলিভিশনে যুক্ত হবে আগামী প্রজন্মের কোয়ান্টাম ডট প্লাস প্রযুক্তির স্পেকট্রাকিউ টিভি। সোমবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনে আয়োজিত দিনব্যাপী ‘ডিস্ট্রিবিউটর কনফারেন্স‘ এ এসব কথা বলেন ওয়ালটন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম। তিনি বলেন, চলতি বছর ফ্রিজ, এলইডি টেলিভিশন, ল্যাপটপ ও এয়ার কন্ডিশনারে যুক্ত হতে যাচ্ছে নতুন নতুন মডেল। একই সঙ্গে কম্প্রেসার, কম্পিউটার মাদারবোর্ড ও মোবাইল ফোনের মতো নতুন নতুন হাই-টেক পণ্য উৎপাদনেরও উদ্যোগ নেয়া হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার কৃষি খাতে খেলাপী ঋণ সাড়ে ১৩ শতাংশ সদ্য সমাপ্ত ২০১৬ সালে কৃষি খাতে খেলাপী ঋণের পরিমাণ ৪ হাজার ৯৫০ কোটি ২ লাখ টাকা। যা এর আগের বছরে অর্থাৎ ২০১৫ সালে ৪ হাজার ৩৬০ কোটি টাকা ছিল। অর্থাৎ বছরের ব্যবধানে কৃষি খাতে খেলাপী ঋণ ৫৯০ কোটি ২ লাখ বা প্রায় ১৩ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের হিসাব থেকে এ তথ্য জানা গেছে। এতে আরও জানানো হয়েছে, ২০১৬ সালে মোট ৩৫ হাজার ৯০৪ কোটি ৬৮ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কৃষি ঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৩ হাজার ৯৩২ কোটি ৪৫ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক; যা মোট কৃষি ঋণের প্রায় ৩৮ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ কৃষি ঋণ বিতরণের দিক থেকে বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে এগিয়েছে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। -অর্থনৈতিক রিপোর্টার
×