ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন এ্যাওয়ার্ড আজ

২২ নয়, ২১ ক্যারেট স্বর্ণের পদকই পাচ্ছেন কর্মকর্তারা

প্রকাশিত: ০৪:৫৮, ২৫ জানুয়ারি ২০১৭

২২ নয়, ২১ ক্যারেট স্বর্ণের পদকই পাচ্ছেন কর্মকর্তারা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের এমপ্লয়িজ রিকগনিশন এ্যাওয়াড-২০১৪ প্রদান করা হবে আজ বুধবার। সকাল সাড়ে ১১টায় জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত কর্মকর্তাদের হাতে এ পুরস্কার তুলে দেবেন গবর্নর ফজলে কবির। তবে পুরস্কার প্রদানের জন্য তৈরি পদকে স্বর্ণের মান নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সূত্র বলছে, স্বর্ণপদকের জন্য নির্বাচিত কর্মকর্তাদের সেই ২১ ক্যারেট মানের স্বর্ণের তৈরি ক্রেস্টই পুরস্কার হিসেবে দেয়া হচ্ছে। যা নিয়ে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে একাধিক কর্মকর্তা আলোকিত বাংলাদেশকে বলেন, কম মানের স্বর্ণ থাকার জেরেই এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি বাতিল করা হয়েছিল। তখন বলা হয়েছিল তাদের সঠিক মানের স্বর্ণের তৈরি পদকই দেয়া হবে। কিন্তু এখন সে কথা রাখা হচ্ছে না। এক্ষেত্রে যুক্তি দেয়া হচ্ছে ২২ ক্যারেটের বদলে ২১ ক্যারেটের স্বর্ণ দিয়ে ক্রেস্ট তৈরি হলেও দামে কোন হেরফের হচ্ছে না। উল্লেখ্য, সার্বিক কাজের মূল্যায়ন হিসেবে ২০১৪ সালে স্বর্ণপদকের জন্য এককভাবে নির্বাচিত কর্মকর্তারা হলেন-কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ নাজিম উদ্দিন, রণজিৎ কুমার রায়, মাসুমা বেগম ও প্রদীপ পাল। আর দলগতভাবে নির্বাচিতরা হলেন-বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোঃ আশ্রাফুল আলম ও সৈয়দ নজরুল ইসলাম। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ মানের পুরস্কার প্রাপ্ত ১৭ কর্মকর্তাকে দশ গ্রাম ওজনের রৌপ্য পদক ও ২৫ হাজার টাকার প্রাইজবন্ড প্রদান করা হবে। পেঁয়াজ-আদাসহ আরও ১১ পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক অর্থনৈতিক রিপোর্টার ॥ পেঁয়াজ, আদা, রসুনসহ নতুন করে ১১ পণ্য সংরক্ষণ ও পরিবহনে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালার তফসিলে এসব পণ্য যুক্ত করে গেজেট জারি করা হয়েছে। নতুন করে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক হওয়া পণ্যগুলো হলো- পেঁয়াজ, আদা, রসুন, ডাল, আলু, আটা, ময়দা, মরিচ, হলুদ, ধনিয়া এবং তুষ-খুদ-কুড়া। আইন অনুযায়ী, পণ্েযর ওজন ২০ কেজির বেশি হলে এই নিয়ম প্রযোজ্য হবে। এর আগে ২০১৫ সালের ১৭ ডিসেম্বরে চাল, ধান, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশ দিয়েছিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ওই ৬ পণ্যের সঙ্গে নতুন করে আরও ১১টি পণ্য যুক্ত হওয়ায় এখন থেকে ১৭টি পণ্যের মোড়ক হিসেবে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। নতুন পণ্যগুলোর নাম সবাইকে জানিয়ে সচেতন করতে প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এসব পণ্যের মোড়ক হিসেবে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। প্রসঙ্গত, কোন প্রতিষ্ঠান এই আইন না মানলে সর্বোচ্চ ১ বছরের কারাদ- বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দ-ের বিধান রয়েছে। দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তির সর্বোচ্চ দ-ের দ্বিগুণ হবে।
×