ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরএকে সিরামিকের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:৫৭, ২৫ জানুয়ারি ২০১৭

আরএকে সিরামিকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেডেট আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭২ পয়সা। শেয়ার প্রতি কনসোলিডেডেট প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ১৪ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি। -অর্থনৈতিক রিপোর্টার ম্যারিকোর তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তিন প্রান্তিকে (এপ্রিল-ডিসেম্বর ২০১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৩৮ টাকা ৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৭ টাকা ৪১ পয়সা। সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। সর্বশেষ প্রান্তিক তথা অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ টাকা ১৮ পয়সা। এর আগের বছর একই সময়ে ছিল ১০ টাকা ২৬ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×