ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ পাঠিয়েছে তিন কোম্পানি

প্রকাশিত: ০৪:৫৭, ২৫ জানুয়ারি ২০১৭

লভ্যাংশ পাঠিয়েছে তিন কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- এটলাস বাংলাদেশ, উসমানিয়া গ্লাস ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। এটলাস বাংলাদেশ ॥ এই কোম্পানি গত ৯ জানুয়ারি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। একই সঙ্গে কোম্পানিটি নগদ লভ্যাংশও বিতরণ করেছে। সমাপ্ত হিসাব বছরে এটলাস বাংলাদেশ ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। উসমানিয়া গ্লাস ॥ এই কোম্পানির লভ্যাংশ গত ১৯ জানুয়ারি বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। বিবিএস ॥ বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডে (বিবিএস) সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সমাপ্ত হিসাব বছরে বিবিএস ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।
×