ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্টামফোর্ডে সেমিনার

প্রকাশিত: ০৪:৫৫, ২৫ জানুয়ারি ২০১৭

স্টামফোর্ডে সেমিনার

সংবাদপত্রের স্বাধীনতায় কোন ধরনের হস্তক্ষেপ করবেন না দাবি করে দৈনিক আমাদের সময়ের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী বলেছেন, সম্পাদকপর্ষদই সংবাদ বাছাইয়ের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। গত শনিবার স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সাংবাদিকতা বিভাগ আয়োজিত ‘বাংলাদেশের সংবাদপত্রে প্রকাশকের স্বাধীনতা ও নিরপেক্ষতা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। সংবাদপত্রের নিরপেক্ষতা রক্ষায় সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী। -বিজ্ঞপ্তি রকেট উৎক্ষেপণ জাপানের দক্ষিণাঞ্চলীয় তানিগাশিমা দ্বীপে তানিগাশিমা স্পেস সেন্টার থেকে মঙ্গলবার কিরামেকি-টু নামের স্যাটেলাইটবাহী এইচ-আইআইএ রকেট উৎক্ষেপণ করা হয়। জাপান তাদের সামরিক যোগাযোগ আধুনিকায়ন করতে এবং উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণের ওপর নজরদারি আরও বাড়াতে এই সাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে। - এএফপি কুস্তি খেলা রাজধানী সিউলের ১৮০ কিলোমিটার পূর্বে পিয়ংচ্যাংয়ে যৌথ বার্ষিক শীতকালীন মহড়ার সময় মঙ্গলবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সৈনিকেরা তুষারের ওপর কুস্তি খেলায় মেতে ওঠে। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ১৯৫০-৫৩ সাল পর্যন্ত যুদ্ধ হয়। এরপর থেকে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত সামরিক মহড়ায় অংশ নিয়ে আসছে। - এএফপি
×