ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লেগুনার ধাক্কায় শিশুসহ মা নিহত

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত: ০৪:৫৪, ২৫ জানুয়ারি ২০১৭

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে চিকিৎসকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলক্ষেতে লেগুনার ধাক্কায় কোলের শিশুসহ এক মা নিহত হয়েছেন। মহাখালীতে ট্রেনে কাটা পড়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। শাহজাহানপুরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মিটফোর্ড হাসপাতালের সামনে থেকে ৫০ কেজি বিস্ফোরকসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পল্লবীতে আরেক যুবকের কাছ থেকে ৪৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। উত্তরায় দুটি রেস্তরাঁকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এসব তথ্য জানা যায়। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সালমা আক্তার (২৫) তার এক বছরের শিশু কন্যা মাইশাকে কোলে নিয়ে খিলক্ষেতের বরুরা টেম্পোস্ট্যান্ডের পাশের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি নসিমন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও তার অবুঝ শিশু কন্যাটি মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় বলে ওসি জানান। এদিকে বিকেল সোয়া তিনটার দিকে শেওড়া বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শেওড়া বাসস্ট্যান্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার বাসটিকে ধাক্কা দিলে তিনজন আহত হন। বাস ড্রাইভার হুমায়ুন কবির জানান, আহতদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা একই পরিবারের সদস্য। অন্যদিকে দুপুরে মহাখালীতে ট্রেনে কাটা পড়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। নিহত ডাঃ মোঃ ইফতেখার কাসেম (৫৩) গুলশান-১-এ পার্টনার ইন হেলথ এ্যান্ড ডেভেলপমেন্ট নামে একটি এনজিওতে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি আদাবরের মোহাম্মদীয়া হাউজিংয়ের ৪নং রোডের বাসিন্দা। আত্মহত্যা ॥ রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় আয়েশা রহমান (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহতের স্বামী জিল্লুর রহমান জানান, শান্তিবাগ এলাকার একটি সাততলা বাড়ির পাঁচতলায় তারা ভাড়া থাকেন। রাত সাড়ে নয়টার দিকে বাসায় এসে দেখেন বাইরে থেকে দরজা বন্ধ। পরে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখেন স্ত্রী আয়েশা ফ্যানের সঙ্গে ঝুলে আছে। তিনি জানান, আয়েশা সবার অগোচরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, আত্মহত্যার কারণ জানাতে পারেনি মৃত নারীর পরিবার। বিষয়টি তদন্ত করছে শাহজাহানপুর থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। ৫০ কেজি বিস্ফোরকসহ যুবক গ্রেফতার ॥ পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে থেকে ৫০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ সময় আব্দুল কুদ্দুস নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, সোমবার গভীর রাতে মিটফোর্ড হাসপাতালের সামনে থেকে কুদ্দুসকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। ককটেলসহ যুবক গ্রেফতার ॥ এদিকে পল্লবীতে ৪৭টি ককটেলসহ মোঃ কালু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে পল্লবী সিটি মার্কেটে অভিযান চালিয়ে কালুকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ৪৭টি ককটেল উদ্ধার করা হয়। দুই রেস্তরাঁকে জরিমানা ॥ উত্তরায় দুটি রেস্তরাঁকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সমাজ উন্নয়ন পরিষদের মতবিনিময় সভা সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ঢাকায় বসবাসকারী ফেনী জেলার সোনাগাজী উপজেলার ১নং চরমজলিশপুর ও ২নং বগাদান ইউনিয়নের ব্যক্তিদের মতবিনিময় সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা নিজ জন্মস্থানের আর্থ-সামাজিক উন্নয়ন, বিশেষ করে, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং অবকাঠামো উন্নয়ন ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। -বিজ্ঞপ্তি
×