ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা ॥ আসামি ছিনতাই, ৫ পুলিশ আহত

প্রকাশিত: ০৪:০৮, ২৫ জানুয়ারি ২০১৭

হবিগঞ্জে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা ॥ আসামি ছিনতাই, ৫ পুলিশ আহত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৪ জানুয়ারি ॥ মাধবপুর উপজেলার গাজীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে শিপন মিয়া নামে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের হামলায় সংশ্লিষ্ট থানার এসআই কামরুল ইসলাম, এএসআই জালাল উদ্দিন, এএসআই মাসুম, কনস্টেবল ভজন দাস ও কনেস্টবল মনির হোসেন গুরুতর আহত হয়। এদের সকলকেই মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনার পর সরকারী কাজে বাধা প্রদান ও আসামি ছিলতাইসহ হামলা ও মারধরের অভিযোগ এনে শিপনকে প্রধান আসামি করে সুনির্দিষ্ট ৮ জনসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে এসআই কামরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এ ঘটনার পর মঙ্গলবার সকালে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে কামাল মিয়া নামে এক ব্যক্তিকে আটকের পর আদালতে সোর্পদ করে। পুলিশ জানায়, আসামি শিপন মিয়াকে সোমবার রাত পৌনে ১০টার দিকে গ্রেফতার করতে ওই গ্রামে যায় একদল পুলিশ। শিপনকে গ্রেফতার করে নিয়ে আসার সময় তার আত্মীয়স্বজনসহ একদল সন্ত্রাসী পুলিশের গতিরোধ করে। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলে পড়ে এবং এলোপাতাড়িভাবে আঘাত করে শিপনকে ছিনিয়ে নিয়ে যায়। খাদ্য নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে ॥ খাদ্যমন্ত্রী স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ খাদ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম বলেছেন, খাদ্য বান্ধব কর্মসূচী বাস্তবায়ন করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। দেশে এখন খাদ্য নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ১৯৯৬ সালে ৪০ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এই বিশাল অংকের খাদ্য ঘাটতি পূরণ করা গেলেও ২০০১ সালে বিএনপি, জামায়াত ক্ষমতায় আসলে আবার খাদ্য ঘাটতি দেখা দেয়। এখন আবার খাদ্য উদ্বৃত্ত। এমনকি খাদ্য রফতানি করা হচ্ছে। ১০ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি করে ৫০ লাখ পরিবারকে টানা ৫ মাস চাল বিতরণ করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ৪ কোটি মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন হয়েছে। তিনি মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ সদরের কাটাখালি বাজারে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, খাদ্য সচিব কায়কোবাদ হোসেন, অতিরিক্ত সচিব আতাউর রহমান, খাদ্য অধিদফতরের পরিচালক বদরুল হাসান প্রমুখ।
×