ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আদালতে ভাংচুরের ঘটনায় ব্যবস্থা নেয়ার নির্দেশ

প্রকাশিত: ০৪:০৮, ২৫ জানুয়ারি ২০১৭

চট্টগ্রামে আদালতে ভাংচুরের ঘটনায় ব্যবস্থা নেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম আদালতে বিচারকের এজলাস কক্ষসহ বিক্ষিপ্তভাবে ভাংচুরের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে এখনও গ্রহণ করা হয়নি কোন আইনগত ব্যবস্থা। আদালতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আইনজীবীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ বাংলাদেশ বার কাউন্সিলের দায়িত্ব হলেও এক্ষেত্রে কোন পদক্ষেপ গৃহীত হয়নি। এ অবস্থায় যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বার কাউন্সিলকে নির্দেশনা দিয়েছে সুপ্রীমকোর্ট। সেই আলোকে মঙ্গলবার চট্টগ্রাম জেলা বার জরুরী বৈঠকে মিলিত হয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কমিটিকে ঘটনার কারণ, কারা ঘটিয়েছে এসব অনুসন্ধান করে দিকনির্দেশনামূলক সুপারিশ প্রদান করতে বলা হয়েছে। প্রসঙ্গত, মানবপাচার আইনের এক মামলায় গ্রেফতার এক আইনজীবী ও তার স্ত্রীর জামিন না হওয়ায় গত ১৮ জানুয়ারি চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের এজলাস কক্ষ এবং বিচারকের খাস কামরায় ঘটে নজিরবিহীন ঘটনা। ক্ষুব্ধ আইনজীবীরা আদালতে ভাংচুর চালান। পরদিন ১৯ জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আসেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন এবং সনাতন ধর্মাবলম্বী আইনজীবীদের সংগঠন বিজয়ী সম্মিলন-এর পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদানের কথা ছিল। কিন্তু প্রধান বিচারপতি আদালত ভবন উদ্বোধনের পর অপর অনুষ্ঠানটিতে যোগদান না করেই ঢাকায় ফিরে যান। বক্তব্যে তিনি বলেন, আদালতে যে ঘটনা ঘটেছে তাতে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সেদিন তাঁর নির্দেশে গঠিত হয় ৩ সদস্যের তদন্ত কমিটি। ওই কমিটি সেদিন সকালেই কাজ শুরু করে দেয়। মিড ডে-মিল উদ্বোধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখান উপজেলার বড়বর্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে মিড ডে-মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বাবু সুকুমার রঞ্জন ঘোষ এমপি প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম সরদার, ভাইস প্রিন্সিপাল ওয়াহেদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সবিতা রানী। মৎস্য সম্পদ রক্ষায় কর্মশালা নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৪ জানুয়ারি ॥ আন্ধারমানিক অভয়াশ্রমে মৎস্য সম্পদ সংরক্ষণে স্বেচ্ছাসেবী দলের টহল পদ্ধতি নির্ণয় কর্মশালা মঙ্গলবার কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। ইউএসএআইডির অর্থায়নে ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের কারিগরি সহায়তায় মৎস্য অধিদফতরাধীন ইকোফিশ প্রকল্পের আওতায় আন্ধারমানিক নদীর অভয়াশ্রমের সহ-ব্যবস্থাপনার এ কার্যক্রম হাতে নেয়া হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম।
×