ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান সাসপেন্ড

প্রকাশিত: ০৪:০৮, ২৫ জানুয়ারি ২০১৭

অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান সাসপেন্ড

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৪ জানুয়ারি ॥ পীরগঞ্জে ভুয়া প্রকল্প দেখিয়ে এলজিএসপির প্রায় ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলার ৮ নং রায়পুর ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের ইপ-১ শাখার উপসচিব মাহাবুবার রহমান স্বাক্ষরিত পত্রে (স্মারক নং-৪৮৩(১) ১) রংপুরের জেলা প্রশাসককে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে, পীরগঞ্জ উপজেলার ৮ নং রায়পুর ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ২০১৫-১৬ অর্থবছরে ভুয়া প্রকল্প দেখিয়ে এলজিএসপি-২ এর ১ম কিস্তির ৬,০৬,৮৭৫ টাকা এবং একই অর্থবছরে ২য় কিস্তির জন্য বরাদ্দকৃত ৯,৮৯,৫২৩ টাকা কাজ না করে সমুদয় অর্থ বিধি বহির্ভূতভাবে উত্তোলন করে আত্মসাত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমানকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ) ্আইন, ২০০৯ এর ধারা ৩৪(৪)(ঘ) অনুযায়ী ৩৪ (১) মোতাবেক সাময়িকভাবে বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করার নির্দেশ দেয়া হয়েছে। সেইসঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(৫) মোতাবেক চেয়ারম্যান পদ হতে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তা জানতে আগামী ২৬ জানুয়ারির মধ্যে জেলা প্রসাশকের মাধ্যমে জানাতে ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানকে নির্দেশ দেয়া হয়েছে। চার পরিবারে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৪ জানুয়ারি ॥ পুলিশ পরিচয়ে কেশবপুরের ভালুকঘর গ্রামে সোমবার গভীর রাতে চার পরিবারে ডাকাতি হয়েছে। পুলিশ ফাঁড়ির মাত্র ৪শ’ মিটার দূরে অবস্থিত চার পরিবারে হানা দিয়ে ডাকাতরা নগদ চার লাখ টাকা, ১৭ ভরি স্বর্ণালঙ্কার, চারটি মোবাইল সেটসহ বাড়ির যাবতীয় মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতরা এ সময় ওই পরিবারের গৃহবধূদের মারপিট করে নির্যাতন চালিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। জানা যায়, ভালুকঘর পুলিশ ফাঁড়ির মাত্র ৪শ’ মিটার দূরে ওই গ্রামের সুনীল সরকারের বাড়ি। মাত্র এক মাস আগে তিনি মারা গেছেন। বুধবার সুনীল সরকারের শ্রাদ্ধ অনুষ্ঠান। এছাড়া সুনীল সরকারের বড় ছেলে অনন্ত সরকারের অনার্স পড়ুয়া মেয়ে টুম্পার বিয়ে ঠিক হয়েছে আগামী ৫ ফেব্রুয়ারি। এই দুই অনুষ্ঠানের আয়োজন করতে তারা জমি বিক্রি করে। জমির ক্রেতা সোমবার টাকা দিয়ে যায়। মঙ্গলবার মেয়ের বিয়ের সরঞ্জাম কেনার কথা ছিল। কিন্তু তা আর হলো না। সোমবার রাত একটার দিকে ১২ থেকে ১৫ জনের ডাকাতদল হানা দেয় সুনীল সরকারের বাড়িতে। ডাকাতরা প্রথমে সুনীল সরকারের মেঝ ছেলে নিখিল সরকারের দরজায় ধাক্কা দিয়ে বলে, ‘আমরা ফাঁড়ির পুলিশ দরজা খুলে দেন আপনাদের ঘর তল্লাশি করতে এসেছি।’ দরজা খোলার সঙ্গে সঙ্গে ডাকাতরা কপালে পিস্তল ঠেকিয়ে ভেতরে প্রবেশ করে। তারা ঘরের ভেতরের সব মালামাল লুটপাট করে।
×