ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মহিলা কলেজ সরকারীকরণ দাবিতে আন্দোলন

প্রকাশিত: ০৪:০৭, ২৫ জানুয়ারি ২০১৭

চট্টগ্রামে মহিলা কলেজ সরকারীকরণ দাবিতে আন্দোলন

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে সরকারীভাবে মেয়ে শিক্ষার্থীরা অবহেলিত। বেসরকারী প্রতিষ্ঠানে পাঠদানের মতো অভিভাবকের আর্থিক সচ্ছলতা না থাকায় মেয়ে শিক্ষার্থীরা পড়ালেখা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের শিক্ষার প্রতিবন্ধকতা দূর করতে অবৈতনিক শিক্ষা থেকে শুরু করে উপবৃত্তি চালু করেছেন। দেশব্যাপী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কারণেই মেয়েদের শিক্ষা অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু সরকারীভাবে চট্টগ্রামে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য এককভাবে একটিমাত্র সরকারী কলেজ রয়েছে। এটি হচ্ছে নাসিরাবাদস্থ চট্টগ্রাম সরকারী মহিলা কলেজ। বাকি সব কলেজই সমন্বিত শিক্ষার্থী লেখাপড়া করছে। এক্ষেত্রে এনায়েত বাজার মহিলা কলেজের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। অপরদিকে, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়ে এনায়েত বাজার মহিলা কলেজ দীর্ঘ ৪৭ বছরেও সরকারীকরণের মুখ দেখেনি। একশ্রেণীর সিন্ডিকেট এ কলেজটিকে নানা প্রতিবন্ধকতার অজুহাত দেখিয়ে বেসরকারী করে রেখেছে। এর কারণ হচ্ছে কলেজ কর্তৃপক্ষ যদি সরকারের তত্ত্বাবধানে পরিচারিত হয় তাহলে শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন নিয়মনীতি মেনে চলার পাশাপাশি গবর্নিং বডির প্রভাবও বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, সরকারীকরণের ফলে কলেজের শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ সৃষ্টি হলেও কর্তৃপক্ষের অতিরিক্ত আয়ের পথ বন্ধ হয়ে যাবে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, যেখানে সরকার মেয়ে শিক্ষার্থীদের পড়ালেখা এগিয়ে নিতে নানা কর্মসূচী গ্রহণ করছে। দীর্ঘ ৪৭ বছরও এনায়েত বাজার মহিলা কলেজটি সরকারীকরণ করা হয়নি। অথচ চট্টগ্রামে প্রতিষ্ঠিত কলেজ হিসেবে পরিচিতি থাকলেও পড়ালেখার মান নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, তেমনি কর্তৃপক্ষের অতিরিক্ত অর্থ আদায়ের কারসাজিতে শিক্ষার্থীদের জ্ঞানের আলো নিবু নিবু অবস্থায়। বিছনায় মল ত্যাগ করায় শিশুকে কুপিয়ে হত্যা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ায় ঘরের ভেতর মল ত্যাগ করায় বাবু নামে আট বছরের এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে ফুফা। সোমবার সন্ধ্যায় দরবেশকাটা উত্তরপাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১০টায় মৃত্যুর কোলে ঢলে পড়ে আহত ওই শিশু। ঘটনার পর ফুফা পালিয়ে গেছে। শিশু বাবু বদরখালী মগনামাপাড়ার মোহাম্মদ রিদুয়ানুল হকের পুত্র। ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, মোহাম্মদ রিদুয়ানের পুত্র বাবু কিছুদিন আগে থেকে পশ্চিমবড় ভেওলা দরবেশকাটা উত্তরপাড়ার ফুফুর বাড়িতে থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করছে। রাতে শিশুটি ঘুমন্ত অবস্থায় বিছানায় পায়খানা করে। খবর পেয়ে শিশুর মা ওই বাড়িতে এসে পায়খানা ও সকল কাপড়-চোপড় পরিস্কার করে দেয়। এ বিষয়টিকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে ফুফা রিদুয়ান ধারালো দা দিয়ে কুপিয়ে শিশু বাবুকে আহত করে পালিয়ে যায়।
×