ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাশিয়ানীতে গৃহবধূকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৪:০৭, ২৫ জানুয়ারি ২০১৭

কাশিয়ানীতে গৃহবধূকে গলা কেটে হত্যা

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৪ জানুয়ারি ॥ কাশিয়ানীতে রতœা বেগম (২৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী ও সৎ ছেলেকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরাশুর গ্রামে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত রতœা বেগম বুধপাশা গ্রামের মাফিকুর রহমান শেখের স্ত্রী। তার ১১ মাস বয়সের একটি সন্তান রয়েছে। স্থানীয়রা জানায়, হত্যাকা-ের সময় বাড়িতে ওই শিশু সন্তান ছাড়া আর কেউ ছিল না। রাতে স্বামী বাড়িতে ফিরে এসে এ ঘটনা দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের মা হাসিনা বেগম অভিযোগ করে বলেছেন, তার জামাতার একাধিক বিয়ে রয়েছে। রতœাকে তার সতীন ও সৎ ছেলে পরিকল্পিতভাবে মেরে ফেলেছে। ঘটনার বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ওসি এ কে এম আলীনুর জানিয়েছেন, হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী মাফিক শেখ (৩৮) ও সৎ ছেলে শাকিব শেখকে (১৬) আটক করা হয়েছে। গাজীপুরে বৃদ্ধা স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার তার লাশ বাড়ির বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হামিদা খাতুন (৬০)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের ঝাঝর এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী। জয়দেবপুর থানার এসআই পরিমল বিশ্বাস ও এলাকাবাসী জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ঝাঝর এলাকার হামিদা খাতুনের মেয়ে পারুল স্থানীয় মালেকেরবাড়ি এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক। দাম্পত্য কলহের জেরে প্রায় পাঁচ মাস আগে পারুলকে তার স্বামী ডিভোর্স দেয়। এরপর হতেই পারুল তার মায়ের সঙ্গে বাড়িতে থেকে কারখানায় কাজ করে। প্রতিদিনের মতো মেয়ের জন্য রান্না করতে হামিদা খাতুন মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে ঘরের পাশের বাথরুমে যায়। এ সময় দুর্বৃত্তরা হামিদাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনার পর পারুল বাথরুমে গিয়ে মায়ের লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ভাঙ্গায় দোকান কর্মচারী নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ভাঙ্গায় একটি সোনার দোকান থেকে রাম প্রসাদ মালো (২৫) নামে ওই দোকানের এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে ভাঙ্গা বাজারের ‘নিউ সাগর জুয়েলার্স’ নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। কর্মচারী রাম প্রসাদ মালো ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সদরদী মহল্লার সুখচান মালোর ছেলে। নিউ সাগর জুয়েলার্সের মালিক স্বপন কুমার বণিক জানান, প্রতিদিনের মতো রাম প্রসাদ সোমবার রাতে ব্যবসা প্রতিষ্ঠানে ছিল। মঙ্গলবার সকালে এসে দেখা যায় দোকানটি ভেতর থেকে বন্ধ রয়েছে। কোন সাড়া না পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে দোকানের সার্টার ভেঙ্গে রাম প্রসাদের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। রাজশাহীতে এক ব্যক্তি স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, নগরীর চ-ীপুর এলাকায় ড্রেনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে আনুমানিক ৪৫ বছর বয়স্ক ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ ড্রেনের পাশে ফেলে রাখা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
×