ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে তিন কারখানায় বিক্ষোভ ॥ ৯২৮ শ্রমিক ছাঁটাই

প্রকাশিত: ০৪:০৭, ২৫ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জে তিন কারখানায় বিক্ষোভ ॥ ৯২৮ শ্রমিক ছাঁটাই

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৪ জানুয়ারি ॥ তিন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় সিনহা এ্যান্ড ওপেক্স গ্রুপের শ্রমিকরা বর্ধিত বোনাসের দাবিতে বিক্ষোভ করে। একই উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকায় আনন্দ শিপইয়ার্ডের শ্রমিকরাও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। অপরদিকে ফতুল্লার ক্রোনী সোয়েটার গার্মেন্টেসের ৯২৮ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ প্রর্দশন করে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার তারা বিক্ষোভ করে। জানা গেছে, কাঁচপুর এলাকায় সিনহা এ্যান্ড ওপেক্স গ্রুপের শ্রমিকরা ১০% বর্ধিত বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় শ্রমিকরা মহাসড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তারা শান্ত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা ছুটি ঘোষণা করে। শ্রমিক তৈয়ব ও তানভীর জানান, দীর্ঘদিন ধরে শ্রমিকরা ১০% বোনাসের দাবি করে আসলেও মালিক পক্ষ কালক্ষেপণ করছেন। শ্রমিক সাইদুল ইসলাম ও আমিনুল ইসলাম জানান, শ্রমিকরা তিন মাস ধরে বেতন না পাওয়ায় দোকান বাকি ও বাসা ভাড়া দিতে পারছে না। বর্তমানে দোকানদার ও বাড়ির মালিকরা তাদের পাওনা টাকার জন্য চাপ প্রয়োগ করছে। কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন দেয়ার আশ্বাস দিলেও বেতন না দিয়ে তালবাহানা শুরু করে। অপরদিকে ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত ক্রোনী সোয়েটার্স নামের একটি রফতানিমুখী গার্মেন্টসের ৯২৮ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এ নিয়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের ফটকে ছাঁটাইয়ের নোটিস দেখতে পেয়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে। কারখানাটির মালিক বিকেএমইএ’র প্রথম সহসভাপতি আসলাম সানি। ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টসে ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু জানান, মঙ্গলবার সকালে কারখানাটির ফটকে শ্রম আইনের ২০ ধারা মোতাবেক ৯২৮ শ্রমিককে ছাঁটাইয়ের নোটিস দেখতে পেয়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে ফতুল্লার আলীগঞ্জস্থ লেবার হলে সমবেত হয়। এ সময় তারা বিক্ষোভ করে। শিল্প পুলিশ জানান, ফতুল্লার ক্রোনী সোয়েটার্সের কারখানা থেকে ৯২৮ জনকে ছাঁটাই করা হয়েছে। উন্নতনামের মেকানিক্যাল মেশিন আনা হচ্ছে। ওখানে জনবল লাগবে না। সম্পূর্ণ মেকানাইজ, জাপানি মেশিন। যেই বিভাগে মেশিনকে আনা হচ্ছে ওই বিভাগের শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। শ্রম আইন অনুযায়ী ২০ ধারা অনুযায়ী ২ মাসের বেসিক দিয়ে শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। কাঁচপুরে সিনহা গ্রুপের কারখানায় একটি ফ্লোরের শ্রমিকদের ছুটি ছিল। পরে ওই বিল্ডিংয়ের সকল শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করে।
×