ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আগুন

প্রকাশিত: ০৪:০৬, ২৫ জানুয়ারি ২০১৭

চট্টগ্রামে আগুন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরী ও বোয়ালখালি উপজেলায় সংঘটিত পৃথক অগ্নিকা-ে ভস্মীভূত হয়েছে বসতবাড়ি, কলকারখানা ও দোকানপাট। এতে অন্তত ৩৫ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে। মঙ্গলবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বোয়ালখালি উপজেলাল আবদুল লতিফ হাটে আগুন লাগে একটি মিনারেল ওয়াটার ও মশার কয়েল কারখানায়। আগুনে এই দুই প্রতিষ্ঠানের প্রায় ২০ লাখ টাকার সম্পদ ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি অকুস্থলে ছুটে গিয়ে আগুন নেভায়। বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে অগ্নিকা-ের সূত্রপাত হয়। এদিকে নগরীর আগ্রাবাদের হাজীপাড়া এলাকায় এক অগ্নিকা-ে পুড়েছে ২৪টি কাঁচা বসতঘর। ভোর সাড়ে তিনটার দিকে ঘটে এ দুর্ঘটনা। এ অগ্নিকা-ে বিনষ্ট হয় প্রায় সাত লাখ টাকার সম্পদ। এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে পাহাড়তলী থানার অলংকার শপিং কমপ্লেক্সেও অগ্নিকা-ের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মার্কেটটির নিচতলায় একটি ইলেকট্রনিকসের দোকানে আগুনের সূত্রপাত হয়। তিন দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা থেকে জানান, জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারে সোমবার রাতে অগ্নিকা-ে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ অফিসসহ ৩টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। বার্ষিক পুরস্কার বিতরণ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২৪ জানুয়ারি ॥ কচুয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ইয়াসমিন আরা, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, সাবেক প্রধান শিক্ষক হারুন অর রশীদ প্রমুখ। বাল্যবিয়েমুক্ত ইউনিয়ন ঘোষণা নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৪ জানুয়ারি ॥ জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খুরশীদ শাহরিয়র এ ঘোষণা দেন। মদন উপজেলা প্রশাসন, ইউনিসেফ বাংলাদেশ এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির যৌথ প্রচেষ্টায় ইউনিয়নটি বাল্যবিবাহমুক্ত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ ইউনিসেফ বাংলাদেশের কর্মকতা মোঃ আলমগীর, স্বাবলম্বীর কর্মসূচী পরিচালক স্বপন কুমার পাল, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ প্রমুখ।
×