ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম গণহত্যা দিবস

মানবতাবিরোধী অপরাধীদের বিচার দাবি

প্রকাশিত: ০৪:০৫, ২৫ জানুয়ারি ২০১৭

মানবতাবিরোধী অপরাধীদের বিচার দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শহীদ স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং যথাযথ আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার পালিত হয়েছে ‘চট্টগ্রাম গণহত্যা দিবস’। আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্মরণ করেছেন ২৯ বছর আগে এরশাদবিরোধী আন্দোলনে শেখ হাসিনার জনসভায় নির্বিচার গুলিতে নিহত ২৪ জন শহীদকে। সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারের অনেক সহযোগী এবং গণদুষমন আওয়ামী লীগ ও সংসদে ঢুকে আছে। মানবতাবিরোধী অপরাধীদের মতো স্বৈরাচারের সহযোগীদেরও বিচার হওয়া উচিত। চট্টগ্রাম আদালত ভবনের প্রবেশমুখে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের পর শুরু হয় সমাবেশ। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় উপদেষ্টাম-লীর সদস্য ইসহাক মিয়া, নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল এবং আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মহিউদ্দিন চৌধুরী বলেন, স্বৈরাচারী এরশাদের সহযোগী যারা ছিলেন তাদের অনেকেই এখন রূপ বদল করে দলে ঢুকে এমপি এবং বড় পদ বাগিয়ে নিয়েছেন। তাদের অনেকেই লুটপাটে লিপ্ত। কিন্তু জনগণ তাদের কখনই ক্ষমা করবে না। মানবতাবিরোধী অপরাধীদের মতো এদেরও বিচার হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, সেদিন লক্ষ্যবস্তু ছিলেন তৎকালীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তাঁকে হত্যার উদ্দেশ্যেই নির্বিচারে গুলি চালানো হয়েছিল। সে হত্যার বিচার এখনও হয়নি। হাকীম মোহাম্মদ সাঈদের জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ বিশ্ববরেণ্য চিকিৎসা বিজ্ঞানী, হামদর্দের ওয়াকিফ মোতাওয়াল্লি শহীদ হাকীম মোহাম্মদ সাঈদের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সম্প্রতি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ার হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে এক স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত সুধীসহ হামদর্দ প্রতিষ্ঠিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ এবং হামদর্দের সব শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় আট হাজার ব্যক্তি উপস্থিত ছিলেন। হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চীফ মোতাওয়ালিী ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাবেক সচিব কাজী গোলাম রহমান। আহ্বায়ক ছিলেন হামদর্দের মোতাওয়াল্লি ও সিনিয়র পরিচালক ড. হাকীম রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য লে. জে. আবু তৈয়ব মোঃ জহিরুল আলম (অব)। -বিজ্ঞপ্তি
×