ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় মা মেয়ে হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৪:০৫, ২৫ জানুয়ারি ২০১৭

চুয়াডাঙ্গায় মা মেয়ে হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৪ জানুয়ারি ॥ চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলায় একমাত্র আসামি মনজুরুল ইসলাম লিপুকে (৪২) মৃত্যুদ- ও ৫০ হাজার টাকার জরিমানার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক রোকনুজ্জামান এই আদেশ দেন। দ-িত মনজুরুল ইসলাম রেলপাড়ার গোলাম হোসেন মল্লিকের ছেলে। জানা যায়, ২০০৯ সালের ১৬ নবেম্বর সকালে আসামি মনজুরুল ইসলাম লিপু নিজ বাড়ির ভাড়াটিয়া নাসরিন বেগম ও তার মেয়ে আয়েশা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় নাসরিন বেগম ৮ মাসের অন্তঃসত্তা ছিল। লিপু খুন করে পালানোর সময় ওইদিন দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার পাঁচকপাটে চলন্ত ট্রেনে ওঠার সময় তার ডান পা ট্রেনে কাটা বিচ্ছিন্ন হয়ে যায়। মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার উত্তর বারীখাল গ্রামের আব্দুল হাকিম খানের ছেলে চুয়াডাঙ্গা সমবায় নিউমার্কেটের ব্যবসায়ী হাবিবুর রহমান বাদী হয়ে স্ত্রী ও মেয়ে হত্যার দায়ে ১৬ নবেম্বর রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় হত্যার অভিযোগ তুলে লিপুকে আসামি করে মামলা দায়ের করেন। সিতাংশু সভাপতি, মুকুল সম্পাদক নেত্রকোনা আইনজীবী সমিতি নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৪ জানুয়ারি ॥ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সিতাংশু বিকাশ আচার্য্য সভাপতি ও আমিনুল হক খান মুকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচনের ফল ঘোষণা করা হয়। অন্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি শফিউল হক তালুকদার কিরন, যুগ্ম সম্পাদক শেখ মজিবুর রহমান মিলন, লাইব্রেরি সম্পাদক- আবুল মনসুর, খেলাধুলা ও সংস্কৃতি সম্পাদক- শরিফুল ইসলাম, অডিটর মোঃ আবদুর রশিদ, সদস্য- জহিরুল ইসলাম, মোহাম্মদ এখলাছুর রহমান খান, শামীম আহমেদ, মজিবুর রহমান ও মোশারফ হোসেন তমাল।
×