ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অ ন‍্য র ক ম

প্রকাশিত: ০৪:০৩, ২৫ জানুয়ারি ২০১৭

অ ন‍্য র ক ম

সংঘাতের মধ্যে ফ্যাশন শো ৪১ বছর বয়সী ফ্যাশন ডিজাইনার আকুজা দা গারাং সংঘাতপূর্ণ দক্ষিণ সুদানে বার্ষিক ‘ফেস্টিভ্যাল অব ফ্যাশন এ্যান্ড আর্টস ফর পিস’ আয়োজনের প্রবক্তা। অস্থিরতার মধ্যে এবারও এই উৎসবের আয়োজন করতে চান তিনি। আকুজা জানালেন, ‘ফেস্টিভ্যাল অব ফ্যাশন এ্যান্ড আর্টস ফর পিস’ একটি বার্ষিক উৎসব। এই উৎসবে ফ্যাশন শোসহ নানান সাংস্কৃতিক পর্ব থাকে। দক্ষিণ সুদানের সংস্কৃতি উপস্থাপন এবং তার প্রচার, প্রসার ও সুরক্ষাই এই উৎসবের লক্ষ্য। পরিবেশ অনুকূলে থাকলেও ফ্যাশন শোর মতো অনুষ্ঠান আয়োজন মোটেও সহজ নয়। -সিএনএন অদৃশ্য অস্ত্রে শত্রু নিধন রাশিয়ার একদল গবেষক আবিষ্কার করেছেন একপ্রকার অনন্য পদার্থ যা মুহূর্তে ভ্যানিশ করে দিতে পারে একটি আস্ত রণতরি বা কামান বা সেনা কপ্টার। মস্কোর ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির গবেষকদের আবিষ্কার করা পদার্থটির বিষয়ে লেখা হয়েছে সায়েন্স জার্নাল ফিজিক্যাল রিভিউতে। এই আবিষ্কৃত পদার্থটির নাম মেটামেটিরিয়াল। এটি কোন প্রকার প্রাকৃতিক পদার্থ নয়। বিভিন্ন পদ্ধতিতে এটি প্রভাবিত করতে পারে তড়িৎ-চৌম্বকীয় পদার্থকে। ফলে অদৃশ্য হয়ে যেতে পারে যেকোন পদার্থ। -ওয়েবসাইট
×