ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘আরও মানুষ মারতে সময় চায় মিয়ানমার’

প্রকাশিত: ০৪:০২, ২৫ জানুয়ারি ২০১৭

‘আরও মানুষ মারতে সময় চায় মিয়ানমার’

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায় নিয়ে সঙ্কট সমাধানের জন্য সময় চেয়েছে মিয়ানমার সরকার। দেশটির প্রতিরক্ষা উপপ্রধান রিয়ার এ্যাডমিরাল মিন্ট নোয়ে সোমবার বিশ্ববাসীর উদ্দেশে এ আহ্বান জানিয়েছেন। তবে লন্ডনে আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশনের নেতা নুরুল ইসলাম বলেছেন, মিয়ানমার সরকার সঙ্কটের অবসান চাইছে এটা বিশ্বাসযোগ্য নয়। তারা আরও মানুষ মারার জন্য অতিরিক্ত সময় চাইছে। খবর বিবিসির। এই রোহিঙ্গা নেতা বলেন, মিয়ানমার সরকার যদি সত্যিকার অর্থে সমাধান চাইতো তাহলে তারা আন্তর্জাতিক তদন্ত দল রাখাইন রাজ্যে প্রবেশ করতে দিত। ক্ষতিগ্রস্ত এলাকায় কাউকে এখন পর্যন্ত প্রবেশ করতে দিচ্ছে না সরকার। বিশ্ব জানে না সেখানে কী হচ্ছে। নিরপেক্ষ কেউ যদি সেখানে না ঢুকতে পারে তাহলে কিভাবে আমরা বিশ্বাস করব যে মিয়ানমার সরকার সঙ্কট সমাধানের জন্য সময় চাইছে। তিনি বলেন, মিয়ানমারকে কোন সময় দেয়া উচিত নয়। পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরীভিত্তিতে আরও বেশি আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন তিনি। আবের ঘুম জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে মঙ্গলবার টোকিওতে পার্লামেন্টের উচ্চকক্ষে প্রশ্নোত্তর চলাকালে নিজ আসনে ঘুমিয়ে পড়েন। ট্রান্স প্যাসিফিকি পার্টনারশিপ বা টিপিপি নামে পরিচিত বাণিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়াবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া প্রশাসনের পক্ষ ঘোষণা আসার পর জাপানের পার্লামেন্টের এ অধিবেশন বসে। আবে আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্র গুরুত্ব অনুধাবন করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। -এএফপি গর্ভপাত বিরোধী ডিক্রি গর্ভপাত সমর্থনকারী বিদেশী এনজিওর জন্য মার্কিন ফেডারেল অনুদান নিষিদ্ধ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিক্রিতে সই করার পর সোমবার ক্যাপিটল হিলে সুপ্রীম কোর্টের সামনের হাজার হাজার লোক বিক্ষোভ করে। গর্ভপাত মার্কিন রাজনীতির একটি অন্যতম পুরনো ইস্যু। ১৯৭৩ সালে সুপ্রীম কোর্ট একে বৈধতা দিলেও বিষয়টি নিয়ে জনমত এখনও গভীরভাবে দ্বিধাবিভক্ত। ১৯৮৪ সালে রোনাল্ড রিগ্যানও এরকম একটি ডিক্রি জারি করেছিলেন। -এএফপি
×