ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অল্পের জন্য টিকে গেলেন টিলারসন

প্রকাশিত: ০৪:০২, ২৫ জানুয়ারি ২০১৭

অল্পের জন্য টিকে গেলেন টিলারসন

রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে উদ্বেগ সত্ত্বেও সিনেট ফরেন রিলেশনস কমিটি মাত্র এক ভোটের ব্যবধানে রেক্স টিলারসনকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অনুমোদন করেছে। কমিটির ১১ রিপাবলিকান সদস্যের সবাই টিলারসনের পক্ষে এবং ১০ ডেমোক্র্যাট সদস্যের সবাই বিপক্ষে ভোট দেন। রিপাবলিকান নিয়ন্ত্রিত পূর্ণ সিনেটে এখন ভোট অনুষ্ঠিত হবে। খবর বিবিসি ও এএফপির। নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক ব্যস্ত দিন সোমবার পদক্ষেপটি নেয়া হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ট্রাম্প সোমবার ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বাণিজ্য চুক্তি বাতিলের নির্বাহী আদেশ দিয়ে এবং এর মধ্য দিয়ে আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি। টিপিপির বদলে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করার পরিকল্পনা করেছেন ট্রাম্প। ট্রাম্পের মনোনীত সিআইএর প্রধান মাইক পম্পেওর নিয়োগও সোমবার নিশ্চিত করেছে মার্কিন সিনেট। সিনেটের ভোটাভুটিতে ৬৬-৩২ ভোটে পম্পেওর নিয়োগ নিশ্চিত হয়। রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও তার বিরোধিতা প্রত্যাহারের পরই সিনেট ফরেন রিলেশনস কমিটি টিলারসনকে অনুমোদন করেন। চলতি মাসের প্রথম দিকে টিলারসনের মনোনয়ন নিশ্চিতকরণ শুনানির সময় এর বিরোধিতা করেন রুবিও। তিনি অভিযোগ করেন, রাশিয়ার সঙ্গে উষ্ণ সম্পর্ক রয়েছে তেল কোম্পানি এক্সন মোবিলের সাবেক প্রধান ৬৪ বছর বয়সী টিলারসনের।
×