ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৯ সালে বিধানসভায় সোনিয়ার আসনে লড়বেন প্রিয়াঙ্কা

প্রকাশিত: ০৪:০২, ২৫ জানুয়ারি ২০১৭

১৯ সালে বিধানসভায় সোনিয়ার আসনে লড়বেন প্রিয়াঙ্কা

ভারতের উত্তরপ্রদেশে তিনিই সমাজবাদী পার্টির (সপা) সঙ্গে বেঁধেছেন কংগ্রেসকে। তবে এখানেই থামছেন না প্রিয়াঙ্কা গান্ধী। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস সভাপতি ও মা সোনিয়া গান্ধীর লোকসভা কেন্দ্র রায়বেরিলি থেকে লড়বেন তিনি। একদা এই কেন্দ্রেই লড়তেন তার দাদি ইন্দিরা গান্ধী। অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াতে চাইছেন সোনিয়া। পরবর্তী লোকসভা নির্বাচনে ভোটে লড়ারও তেমন ইচ্ছে নেই তার। সেক্ষেত্রে রায়বেরিলিতে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা। খবর আজকালের। ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কন্যা যে রাজনীতিতে আসছেন, এই নিয়ে আর লুকোছাপা করতে চায় না কংগ্রেস। সোনিয়ার রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল শনিবার রাতে টুইট করে জানান, ‘উত্তরপ্রদেশে সপার সঙ্গে জোট নিয়ে উচ্চতম পর্যায়ের আলোচনা চলছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চালাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস সাধারণ সম্পাদক।’ উত্তরপ্রদেশের দায়িত্বে থাকা প্রবীণ কংগ্রেস নেতা গোলাম নবি আজাদের সঙ্গে প্রিয়াঙ্কা যে রণকৌশল নির্ধারণ করে চলেছেন, এর আগে বহু বার তার প্রমাণ মিললেও দলের তরফে স্বীকার করা হয়নি। এবার প্যাটেলের টুইট সেই পর্দাই সরাল। ১৯৯৯ সালে আমেথি কেন্দ্র থেকে প্রথমবার লোকসভা নির্বাচন লড়েন সোনিয়া। ২০০৪ সালে আসনটি রাহুলকে ছেড়ে দিয়ে রায়বেরিলি কেন্দ্র থেকে লড়া শুরু করেন। তখন থেকেই এই কেন্দ্র এবং রাহুলের আমেথির ভোট প্রচারের দায়িত্বে রয়েছেন প্রিয়াঙ্কা।
×