ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে পুলিশের ওপর হামলা করে আসামী ছিনতাই ॥ ৫ পুলিশ আহত

প্রকাশিত: ০৩:২৪, ২৪ জানুয়ারি ২০১৭

হবিগঞ্জে পুলিশের ওপর হামলা করে আসামী ছিনতাই ॥ ৫ পুলিশ আহত

নিজস্ব সংবাদদাতা,হবিগঞ্জ ॥ হবিগঞ্জের উপজেলা মাধবপুরের পল্লী গাজীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে শিপন মিয়া নামে দুত বিচার মামলার এক আসামীকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। শুধু তাই নয়, এসময় সন্ত্রাসীদের হামলায় সংশ্লিস্ট থানার এসআই কামরুল ইসলাম, এএসআই জালাল উদ্দিন, এএসআই মাসুম, কনস্টেবল ভজন দাস ও কনেস্টবল মনির হোসেন গুরুতর আহত হয়। এদের সকলকেই মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনার পর সরকারী কাজে বাঁধা প্রদান ও আসামী ছিলতাই সহ হামলা ও মারধোরের অভিযোগ এনে ছিনিয়ে নেয়া আসামী শিপনকে প্রধান আসামী করে সুনিদিষ্ট ৮ জন সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে এসআই কামরুল ইসলাম বাদী হয়ে সংশ্লিস্ট থানায় একটি মামলা করেছেন। এছাড়া সংশ্লিস্ট ঘটনার পর আজ মঙ্গলবার সকালে সংশ্লিস্ট থানার উপ-পরিদর্শক এসআই আশিষ কুমার মৈত্রের নের্তৃত্বে একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে কামাল মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে আটকের পর আদালতে সোর্পদ করে। পুলিশ জানায়, চট্রগ্রাম দুত বিচার ট্রাইব্যুনালের ৩১/০৮ জি-আর ১৪২/৬ মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী শিপন মিয়াকে সোমবার রাত পৌনে ১০ টার দিকে গ্রেফতার করতে ওই গ্রামে যায় একদল পুলিশ। শিপনকে গ্রেফতার করে নিয়ে আসার সময় তারই আত্মীয়-স্বজন সহ সশস্ত্র অবস্থায় মারমুখী একদল সন্ত্রাসী পুলিশের গতিরোধ করে। একপর্যায়ে এইসব ব্যক্তিরা পুলিশের ওপর হামলে পড়ে এবং এলোপাতাড়িভাবে আঘাত করে জোরপূর্বক শিপনকে ছিনিয়ে নিয়ে যায়। এতে উক্ত পুলিশ সদস্যরা আহত হয়। এদিকে এই ঘটনায় অভিযানের সাথে জড়িত থাকা কোন পুলিশ সদস্যের আদৌ কোন গাফলতি বা আসামীদের সাথে কোন যোগসূত্র ছিল কিনা তা খতিয়ে দেখতে এখনও কোন তদন্ত টীম গঠন করেনি স্থানীয় পুলিশ প্রশাসন।
×