ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে স্মাট জাতীয় পরিচয়পত্র

প্রকাশিত: ০২:৩৪, ২৪ জানুয়ারি ২০১৭

আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে স্মাট জাতীয় পরিচয়পত্র

সংসদ রিপোর্টার ॥ স্মাট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কার্যক্রম আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি জানিয়েছেন, গত ২ অক্টোবর থেকে স্মাট এনআইডি বিতরণ বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে নিবন্ধিত ৯ কোটি ভোটারের মধ্যে এই পরিচয়পত্র বিতরণ করা হবে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। এসংক্রান্ত লিখিত প্রশ্নটি উত্থাপন করেন সরকার দলীয় সংসদ সদস্য এম আব্দুল লতিফ। এরআগে একদিন বিরতির পর স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। গত রবিবার বিকেলে চলমান সংসদ অধিবেশন শুরু হয়। একই প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে ঢাকা মহানগরীর ৮টি থানায় (রমনা, উত্তরা, ক্যান্টমেন্ট, ধানমন্ডি, গুলশান, লালবাগ, সবুজবাগ ও কোতয়ালী) এবং কুডিগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় স্মাট এনআইডি বিতরণ করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে দেশের অন্যান্য সিটি কর্পোরেশন, তৃতীয় পর্যায়ে ৬৪ জেলার সদর উপজেলাসমূহ এবং চতুর্থ পর্যায়ে অবশিষ্ট সকল উপজেলায় স্মাট এনআইডি বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
×