ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সকল পদে সরাররি ভোটের দাবি এফবিসিসিআই নেতাদের

প্রকাশিত: ০১:৫২, ২৪ জানুয়ারি ২০১৭

সকল পদে সরাররি ভোটের দাবি এফবিসিসিআই নেতাদের

স্টাফ রিপোর্টার ॥ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) আসন্ন নির্বাচনে সকল পদে সরাররি ভোটের দাবি জানিয়ে ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনের নেতারা বলেছেন, ২০০২ সালে এফবিসিআই’র সকল ব্যবসায়ীদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তৎপরবর্তী সময়ে বারবার সরাসরি ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার কথা বলা হলেও সিন্ডিকেটের কারণে তা সম্ভব হয়নি। তবে সরকার চাইলে তা সম্ভব। এক্ষেত্রে সরকারী আদেশের মাধ্যমে ২০০২ সালের পরিবর্তিত কালো আইনটি বাতিল করা হলে ব্যবসায়ীরা তাদের ভোটের অধিকার ফিরে পাবে। অবসান হবে দীর্ঘ ১৪ বছরের অচলাবস্থার। একইসঙ্গে সংস্কারের মাধ্যমে এই সংগঠনে ছোঁয়া লাগতে পারে ডিজিটাল প্রযুক্তির। তবে অধিকাংশ নেতাই সরাসরি ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার কথা বললেও এই অধিকার ফিরে পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন কেউ কেউ। তারা বলেছেন, দীর্ঘ ১৪ বছরের সরাসরি ভোটের অধিকার ফিরিয়ে দেয়া হয়নি। কবে এই অধিকার ফিরিয়ে দেয়া হবে তা নিয়ে সংশয় রয়েছে। এটি একটি দীর্ঘ ও চলমান প্রক্রিয়া। আর সবকিছুতেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা ঠিক নয়। দাবি আদায়ের এক্ষেত্রে ব্যবসায়ীদেরই ঐক্যবদ্ধ হতে হবে। বোর্ড মিটিংয়ে দাবি তুলতে হবে জোরালোভাবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর লেডিস ক্লাবে এফবিসিসিআই রিফর্মস বাস্তবায়ন সংগ্রাম পরিষদ আয়োজিত ‘মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকূল আবেদন ব্যবসায়ীদের প্রাণের দাবী এফবিসিসিআই নির্বাচনে সকল পদে সরাসরি ভোট চাই’ শীর্ষক আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন। এফবিসিআই’র সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সাবেক প্রথম সহ-সভাপতি কামাল উদ্দিন আহমেদ, সাবেক প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাবেক প্রথম সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, প্রথম সহ-সভপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সাবেক সহ-সভাপতি কাজী শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ, সাবেক সহ-সভাপতি আবু আলম চৌধুরি, সাবেক সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরি, বাংলাদেশ ওমেন চেম্বারের সভাপতি মিসেস সেলিমা আহমেদ, সাবেক পরিচালক দোলোয়ার হোসেন, পরিচালক শেখ ফাহিম, পরিচালক তোসাদ্দেক হোসেন টিটু, তরুণ ব্যবসায়ী নেতা আমজাদ হোসেন, পরিচালক আমিন হেলালী, মোহাম্মদ ফারুক ইকবাল, খোরশেদ আলী মোল্লা, শাহ আলম হোসেন ভূঁইয়া, এস এম আক্কাস, সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। আলোচনায় অংশ নিয়ে এফবিসিসিআই’র সাবেক প্রথম সহ-সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ব্যবসায়ী নেতৃবৃন্দকে ব্যবসায়ীদের কথাই বলতে হবে, সবাই এফবিসিসিআই’র সংস্কার চায়, সরাসরি ভোটে নির্বাচন চায়। আমি মনে করি, এই সংগঠনে সঠিক নেতৃত্ব আসা উচিৎ। সরাসরি নির্বাচন যদি হয়, আমি নিজেকে এই নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত করতে চায়। সংগঠনের প্রথম সহ-সভপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ২০০২ সালে যে আইনটা করা হয়েছিলো সেই ক্ষমতার অপব্যবহার হয়েছে। নমিনেটেড, নন-নমিনেটেড, আওয়ামী লীগ, বিএনপি বলে যেভাবে নিজেরা নিজেদের বিভক্ত করছি, তা কাম্য নয়। মনে রাখতে হবে, নির্বাচন বয়কট কখনোই সফলতা বয়ে আনতে পারে না। আপনার জাতীয় নির্বাচনে তার প্রভাব দেখেছেন। সমস্ত ব্যবসায়ী সংগঠন বা প্রতিনিধিকে এক হতে হবে। সরাসরি ভোটের পরিবেশ তৈরি হোক। আমরা কথায় কথায়, প্রধানমন্ত্রীকে নিয়ে আসছি এটা ঠিক নয়। আমি নৈতিকভাবে আপনাদের পাশে থাকবো। সরাসরি নির্বাচনের দাবি আদায় সহজ নয়, খুব কঠিন। তবে আপনাদের পাশে এক হয়ে কাজ করবো।
×