ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিক্ষক ও কর্মচারীদের পদোন্নতি নিয়ে রুল

প্রকাশিত: ০১:৪৪, ২৪ জানুয়ারি ২০১৭

শিক্ষক ও কর্মচারীদের পদোন্নতি নিয়ে রুল

স্টাফ রিপোর্টার ॥ জাতীয়করণ কলেজে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের মধ্যে পদোন্নতিসহ অন্যান্য সুযোগ সুবিধার পার্থক্য করাকে কেন অবৈধ ও বে-আইনি ঘোষণা করা হবে না -তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে জনপ্রশাসন সচিব, শিক্ষা সচিব, জাতীয়করণ কমিটির চেয়ারম্যান, অতিরিক্ত সচিব (শিক্ষা), অতিরিক্ত সচিব (কলেজ), উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।এক রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম নুরুল ইসলাম এবং তার সঙ্গে ছিলেন আইনজীবী গিয়াস উদ্দিন আহমেদ ও মহিউদ্দিন মহিম।
×