ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খিলক্ষেতে নসিমনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

প্রকাশিত: ০১:৩৮, ২৪ জানুয়ারি ২০১৭

খিলক্ষেতে নসিমনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলক্ষেতে মেয়েকে কোলে নিয়ে রাস্তা পারাপারের সময় নসিমনের ধাক্কায় সালমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় কোলের থাকা এক বছরের শিশু কন্যা মাইশা একই পরিনতি শিকার হয়েছে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সালমা আক্তার (২৫) তার এক বছরের শিশু কন্যা মাইশাকে কোলে নিয়ে খিলক্ষেতের বরুরা টেম্পো স্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি নসিমন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও তার অবুঝ শিশু কন্যাটি ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে সন্ধ্যার ৬টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে হয়েছে বলে ওসি জানান। এদিকে একইদিন বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর শেওড়া বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, রাজধানীর শেওড়া বাসস্ট্যান্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস দাঁড়িয়ে ছিল। এসময় দ্রুতগতির একটি প্রাইভেটকার বাসটিকে ধাক্কা দিলে তিনজন আহত হন। বাস ড্রাইভার হুমায়ুন কবির জানান, আহতদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা একই পরিবারের সদস্য।
×