ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পুলিশ বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিয় চলছে

প্রকাশিত: ২৩:০৪, ২৪ জানুয়ারি ২০১৭

পুলিশ বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিয় চলছে

অনলাইন রিপোর্টার ॥ আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে, পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এসময় তিনি বলেন, “ছোটোখাটো ঘটনা হলেই দেখি হাউকাউ শুরু হয়ে যায়। একজন সংসদ সদস্যকে হত্যা করার পর কোনো মানবাধিকার সংগঠন বা কেউ এ ব্যাপারে কোনো শব্দও করে না। বাংলাদেশ একটি অদ্ভুত দেশ দেখি।” পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, “প্রজাতন্ত্রের মালিক জনগণ। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিকে এভাবে মৃত্যুবরণ করতে হবে, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। প্রতিটি এলাকায় এ ব্যাপারে সর্তক থাকবে হবে।” পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি এলাকায় জনগণের সঙ্গে সম্পৃক্ততা রাখতে হবে। নাগরিকদের সঙ্গে নিয়ে সব পরিস্থিতি মোকাবেলায় করতে হবে। সাম্প্রতিক বিশ্ব প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন ‘বৈশ্বিক পর্যায়ে’ পৌঁছে গেছে। অনেক দেশই পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে। “বাংলাদেশ এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। কোনোভাবেই আমরা বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র, জঙ্গিবাদী রাষ্ট্র হতে দেব না।”
×