ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিতলমারীতে মিনি সুন্দর বন রক্ষার সমিতি গঠন

প্রকাশিত: ২১:৪৮, ২৪ জানুয়ারি ২০১৭

চিতলমারীতে মিনি সুন্দর বন রক্ষার সমিতি গঠন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের চিতলমারীতে মিনি সুন্দরবন রক্ষায় পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে নতুন সমিতি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার খড়িয়া-আরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কমিটি গঠন কালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্ময়কারী ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক অসীম কীর্ত্তুনিয়া, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, প্রভাষক বিজন রায়, শিক্ষক দেব প্রসাদ দাস, মানষ হালদার, ইন্দ্রজিৎ ম-ল, বঙ্কিম চন্দ্র রায়, পরিতোষ ম-ল, পংকজ ম-ল, শেখর ভক্ত প্রমূখ। এ সময় স্থানীয় গ্রামবাসীদের সমিতি গঠনের মাধ্যমে বন সংরক্ষণ ও আর্তসামাজিক উন্নয়নের জন্য পল্লী সঞ্চয় ব্যাংকের নানা পরিকল্পনার ভিডিও চিত্র প্রর্শন করা হয়। এছাড়া ওই ব্যাংকের মাধ্যমে সমিতিকে নানা ধরণের সহযোগীতার আশ্বাস দেওয়া হয়।
×