ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন নিয়ে দ্বন্দ্ব

সোনারগাঁওয়ে হেড মাস্টারকে লাঞ্ছনা, অফিস কক্ষে তালা দিয়েছে যুবলীগ নেতারা

প্রকাশিত: ০৮:৫২, ২৪ জানুয়ারি ২০১৭

সোনারগাঁওয়ে হেড মাস্টারকে লাঞ্ছনা, অফিস কক্ষে তালা দিয়েছে যুবলীগ নেতারা

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৩ জানুয়ারি ॥ সোনারগাঁওয়ে স্কুল পরিচালনা কমিটির নির্বাচন কেন্দ্র করে প্রধান শিক্ষক খোরশেদ আলমকে মারধর করে তার অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। যুবলীগ নামধারী কয়েকজন এ তালা ঝুলিয়ে দেয়। অভিযোগ করা হয়েছে, সোমবার সকালে নোয়াগাঁও ইউনিয়নের বিষ্ণাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল চলাকালে এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে সন্ধ্যায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জানা গেছে, বিষ্ণাদী প্রাইমারী স্কুলে ২৫ জানুয়ারি পরিচালনা কমিটির নির্বাচন। এ নির্বাচন নিয়ে অভিভাবকরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে। সকালে বিদ্যালয় চলাকালে প্রধান শিক্ষক খোরশেদ আলমকে নির্বাচন বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করে স্থানীয় যুবলীগ নামধারী নেতাকর্মীরা। রাজি না হওয়ায় নুরুল ইসলাম মেম্বার, জিয়াউর রহমান, শাহজালালসহ ৮-১০ জনের একদল লোক লাঠিসোটা নিয়ে প্রধান শিক্ষককে মারধর করে আহত করে। তারা এক পর্যায়ে হেড মাস্টারকে অফিস কক্ষ থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। আহত প্রধান শিক্ষককে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে নূরুল ইসলাম মেম্বারের কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এ ঘটনার সঙ্গে আমরা জড়িত নই। উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম নান্নু জানান, যুবলীগের নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। থানার ওসি শাহ মঞ্জুর কাদের জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
×