ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘ট্রাম্পের নির্বাহী আদেশে সই ॥ টিপিপি থেকে বের হয়ে গেল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৮:২০, ২৪ জানুয়ারি ২০১৭

‘ট্রাম্পের নির্বাহী আদেশে সই ॥ টিপিপি থেকে বের হয়ে গেল যুক্তরাষ্ট্র

জনকণ্ঠ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) থেকে প্রত্যাহার করতে নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করলেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া নীতিবিষয়ক এই বাণিজ্য চুক্তিতে সই করেছিলেন বিশ্বের ১২ দেশের নেতৃবৃন্দ। নির্বাহী আদেশে স্বাক্ষরের পর ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা এই মাত্র যেটা করলাম, সেটা মার্কিন কর্মীদের জন্য একটা বিশাল বিষয়। এছাড়া তিনি আন্তর্জাতিক বিভিন্ন গ্রুপের জন্য অর্থ বরাদ্দ কমিয়ে দেন, বিশেষ করে যারা গর্ভপাত নিয়ে কাজ করে। খবর বিবিসি অনলাইনের। প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প টিপিপির সমালোচনা করে বলেছিলেন, এই চুক্তি আমাদের দেশের জন্য বিপর্যয়কর। টিপিপি মার্কিন উৎপাদনশীলতার জন্য ক্ষতিকর বলেও উল্লেখ করেন ট্রাম্প। এছাড়া সোমবার ট্রাম্প মার্কিন কোম্পানির জন্য আইন শিথিল এবং ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি দেন। কিন্তু কোন কোম্পানি যদি দেশের বাইরে কারখানা স্থানান্তর করে তবে সেটির ওপর বড় অঙ্কের সীমান্ত ট্যাক্স আরোপ করা হবে। তিনি লকহিড মার্টিন, আন্ডার আরমার, টেসলা ও জনসন এ্যান্ড জনসনসহ ১২ কোম্পানির প্রতিনিধিদের উদ্দেশে বলেন, তোমাদের দেশেই ব্যবসা করতে হবে। হোয়াইট হাউসে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর কর্পোরেট ট্যাক্স ৩৫ শতাংশ থেকে কমিয়ে ১৫-২০ শতাংশ করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। এছাড়া শ্রমিক নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেন।
×