ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় আইএস সন্দেহে গ্রেফতার দুই বাংলাদেশী

প্রকাশিত: ০৮:১৪, ২৪ জানুয়ারি ২০১৭

মালয়েশিয়ায় আইএস সন্দেহে গ্রেফতার দুই বাংলাদেশী

বিডিনিউজ ॥ আইএস সম্পৃক্ততার সন্দেহে দুই বাংলাদেশীকে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। রাজধানী কুয়ালালামপুর থেকে গত বৃহস্পতিবার তাদের আটক করা হয় বলে দেশটির সংবাদপত্র নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে। এই দুই বাংলাদেশীর নাম প্রকাশ করেনি পুলিশ। তাদের দুজনেরই বয়স ২৭-২৮ বছর। তারা বিক্রয়কর্মী হিসেবে কাজ করছিলেন। গ্রেফতার অন্য দুজনের একজন ফিলিপিন্সের নাগরিক; অন্যজন মালয়েশিয়ারই এক নারী। তাদের গত ১৩ জানুয়ারি পূর্বাঞ্চলীয় সাবাহ প্রদেশ থেকে গ্রেফতার করা হয়। ফিলিপিন্সের ওই নাগরিক আইএসের হয়ে জঙ্গী সংগ্রহের কাজ করছিলেন বলে জানান মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর। ওই চারজনকে গ্রেফতারের তথ্য জানিয়ে তিনি সোমবার এক বিবৃতিতে বলেন, ‘ফিলিপিন্সের ওই ব্যক্তি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গাদের মধ্য থেকে আইএসে জঙ্গী ভেড়াতে সাবাহ প্রদেশকে ট্রানজিট পয়েন্ট বানানোর পরিকল্পনা করছিলেন।’ বাংলাদেশে আইএস সমর্থকদের সঙ্গে গ্রেফতার দুই বাংলাদেশীর যোগাযোগ ছিল বলে সন্দেহ করছেন মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ।
×