ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীর তুরাগে যুবকের পচাগলা লাশ উদ্ধার

প্রকাশিত: ০৭:৫৯, ২৪ জানুয়ারি ২০১৭

রাজধানীর তুরাগে যুবকের পচাগলা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তুরাগে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। উত্তরা ও ধানম-িতে জাল টাকাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ৩৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আদাবরে ডাকাতি সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তেজগাঁওয়ে দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। সোমবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে আটটার দিকে পুলিশ তুরাগ থানাধীন উত্তরা ১৫ নম্বর সেক্টরের স্বপ্নতরী এলাকার লেক থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের পঁচাগলা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিক্যালের মর্গে পাঠায়। তুরাগ থানার ওসি জানান মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। ওই যুবককে হত্যা করা হয়েছে নাকি দুঘর্টনায় তার মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জাল টাকাসহ দুই যুবক গ্রেফতার ॥ উত্তরা ও ধানম-িতে জাল টাকাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে নয়ন (১৯) ও মিরাজ (২৪)। উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, রবিবার রাতে কামারপাড়া পুলিশ চেকপোস্টে তল্লাশি করে সাড়ে ৮ হাজার টাকার জাল নোটসহ নয়নকে গ্রেফতার করা হয়। এদিকে একই সময় ধানম-ির ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে ২ হাজার জাল নোটসহ মোঃ মিরাজ নামে আরও এক যুবককে গ্রেফতার করে ধানম-ি থানা পুলিশ। ৩৭ মাদক ব্যবসায়ী ॥ রাজধানীতে ৩৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রবিবার রাতভর বিশেষ অভিযানে এরা গ্রেফতার হয়েছে। এ সময় তাদের কাছ খেকে ৭১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৫০ গ্রাম গাঁজা, ২১৫ গ্রাম হেরোইন ও ১২৩৭ পিস ইনজেকশন উদ্ধার করা হয়। চার ডাকাত গ্রেফতার ॥ আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। এরা হচ্ছে, রাসেল (১৯), আনোয়ার বয়াতী (২৯), আরমান মৃধা (২৫) ও আল আমিন (২৩)। দুই ছিনতাইকারী গ্রেফতার॥ তেজগাঁওয়ে দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এরা আওলাদ হোসেন ওরফে শাহীন (৩৭) ও শাহরিয়া (২০)। তেজগাঁও থানা পুলিশ জানায়, রবিবার গভীররাতে কাওরানবাজার এলাকায় এসএম আবিদুল ইসলাম রুবেল নামে এক পথচারীকে গতিরোধ করে ছিনতাই করার সময় ওই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
×