ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাজীপুরে হত্যার দায়ে তিন ভাইসহ চার জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:৪৪, ২৪ জানুয়ারি ২০১৭

গাজীপুরে হত্যার দায়ে তিন ভাইসহ চার জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে হত্যা মামলায় তিন ভাই ও ভগ্নিপতিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। রায়ে একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। সোমবার দুুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচার ইকবাল হোসেন এ রায় প্রদান করেন। দ-প্রাপ্তরা হলো- কালীগঞ্জ থানার রামচন্দ্রপুর গ্রামের সোবাহানের ছেলে মাসুদ, সানাউল্লাহ, নূরে আলম উরফে ময়না ও তাদের ভগ্নিপতি বরিশালের কতোয়ালি থানার হরিনাফুলিয়া গ্রামে গনি শিকদারের ছেলে আনোয়ার শিকদার। রায় ঘোষণাকালে নুরে আলম ওরফে ময়না উপস্থিত থাকলেও অপর তিন আসামি পলাতক রয়েছে। উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৪ সালে ১৫ এপ্রিল বিকেলে কালীগঞ্জে রামচন্দ্রপুর এলাকার শামসুল হক দর্জিকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায় মাসুদ ও তার ভাই সানাউল্লাহ। এক পর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে তাদের হাতে থাকা লাঠি দিয়ে শামসুল হককে মারধর করে। এ সময় পূর্ব থেকে ওৎপেতে নুরে আলম ওরফে ময়না ও তার ভগ্নিপতি আনোয়ার শিকদারও শামসুল হক দর্জিকে এলোপাতাড়িভাবে মারধর করতে থাকে। এ সময় মাসুদের হাতে থাকা ছুরি দিয়ে শামসুল হকের বুকে আঘাত করে। আহত শামসুল হকের চিৎকার শুনে তার স্ত্রী হাফেজা বেগম ঘটনাস্থলে ছুটে এসে ডাকচিৎকার করতে থাকেন। হবিগঞ্জ পৌরসভার মেয়র গউছ ফের স্বপদে নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৩ জানুয়ারি ॥ অবশেষে জনগণের ভোটে নির্বাচিত টানা তিনবারের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আলহাজ জি, কে গউছ হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে আসীন হচ্ছেন। সোমবার দুপুরে মেয়র হিসেবে তার স্বপদের দায়িত্ব বুঝিয়ে দিতে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খান মোঃ সাইফুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। উল্লেখ্য, ২০০৫ সালে ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে ঘাতকের ছোড়া গ্রেনেডে নিহত সাবেক অর্থমন্ত্রী শামস কিবরিয়া হত্যাকা- ও বিস্ফোরক মামলায় গউছকে তদন্তকারী কর্মকর্তা আসামি দেখিয়ে আদালতে চার্জশীট প্রদান এবং পরবর্তীতে গ্রেফতার করা হলে তাকে সাময়িক বরখাস্ত দেখানো হয়। ফলে তিনি তার মেয়র পদ হারিয়ে প্রায় ২ বছর সিলেট কারাগারে আটক থাকেন।
×