ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পায়রা বন্দর এলাকায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:৪৩, ২৪ জানুয়ারি ২০১৭

পায়রা বন্দর এলাকায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৩ জানুয়ারি ॥ পায়রা বন্দর সংলগ্ন টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়ার বাসিন্দা এস এম সামুয়েল হক তানিমের মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সামুয়েল হক তানিম। তিনি জমি দখলের জন্য এমএম গ্রুপকে দায়ী করেছেন। লিখিত বক্তব্যে তিনি জানান, পায়রা বন্দর এলাকার ইটবাড়িয়া মৌজার ২৫৭ নং খতিয়ানের ৩১৭ নং দাগ থেকে এস এম সামুয়েল হক ২০০৯ সালে দেড় একর জমি ক্রয় করেন। পনের দিন আগে ওই জমির সম্মুখভাগে তানিম ৬টি দোকান ঘর তুলেছিলেন। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম গ্রুপ তার জমি কেনার জন্য প্রস্তাব দেয়। কিন্তু জমি বিক্রিতে রাজি না হওয়ায় ২০-২৫ জন লোক নিয়ে সন্ত্রাসী স্টাইলে ওই জমি দখল করে নেয়। ভেকু মেশিন দিয়ে সব ভেঙ্গে দেয়া হয়। এ ঘটনার প্রতিকার চেয়ে তিনি ১০ জানুয়ারি পটুয়াখালীর যুগ্ম জেলা জজের প্রথম আদালতে এম এম বিল্ডার্সের মালিক মোঃ মহিউদ্দিনসহ অপর তিন জনের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেন। আদালত মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে স্থিতাবস্থা দিয়েছেন। এমনকি উকিল কমিশনার নিযুক্ত করে সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়। কিন্তু আদালতের স্থিতাবস্থার নিষেধাজ্ঞা অমান্য করে দ্বিতীয় দফায় গত ১৭ জানুয়ারি এবং তৃতীয় দফায় গত ১৯ জানুয়ারি ওই জমিতে প্রবেশ করে বালু ভরাটের কাজ চালানো হয়। আমার কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও আইন-আদালতকে এমএম গ্রুপের লোকজন উপেক্ষা করছে। এমএম গ্রুপের স্বত্বাধিকারী মহিউদ্দিন জানান, ওই জমি বন্দোবস্ত প্রাপ্ত জমি। যা ২০০৯ সালের আগেই আদালতের নির্দেশে বন্দোবস্ত বাতিল হয়ে গেছে। প্রকৃত মালিকের কাছ থেকে তিনি কিনেছেন। ওই জমি পাল্টা দখলের জন্য তানিম মুন্সি মরিয়া হয়ে উঠেছেন। তার দাবি তাকে হয়রানির জন্য অপপ্রচার করা হচ্ছে। তিনি কেনার পরে বাউন্ডারি দেয়ার পরেই ওই জমি দখলের চেষ্টা করা হচ্ছে। কৃষিজমি রক্ষার দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ সদর উপজেলা ৩নং খাদিমনগর ইউনিয়নে সরকারী তেলিখাল ও বাধুয়ার খাল এবং সরকারী খাস জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ ও কৃষি জমি রক্ষার দাবিতে গ্রামবাসীর উদ্যোগে সোমবার বেলা ১০টায় সময় চাতল গ্রামের তেলিখাল এলাকায় বিশাল মানববন্ধন পালন করা হয়েছে। বৃহত্তর চাতল এলাকার বিশিষ্ট মুরব্বী আসাবউদ্দিনের সভাপতিত্ব করেন।
×